এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রয়াত রাজ্যের প্রাক্তন হেভিওয়েট বিধায়ক, শোকের ছায়া রাজনৈতিক মহলে

প্রয়াত রাজ্যের প্রাক্তন হেভিওয়েট বিধায়ক, শোকের ছায়া রাজনৈতিক মহলে

ইতিমধ্যেই তাপস পাল, কৃষ্ণা বসুর মত ব্যক্তিত্বরা ইহলোক পরলোক জগতে ধাবিত হয়েছেন। আর এবার প্রয়াত হলেন, হুগলি জেলা সিপিএমের কৃষক সভার নেতা এবং প্রাক্তন সিপিএম বিধায়ক বিনয় দত্ত। জানা গেছে, গত শুক্রবার রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আরামবাগের একটি নার্সিংহোমে ভর্তি হন তিনি।

আর এরপরেই শনিবার ভোর রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সিপিএমের এই হেভিওয়েট নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর। আর দলের এহেন হেভিওয়েট নেতার প্রয়ানে এখন রীতিমত শোকের আবহ তৈরি হয়েছে বামেদের অন্দরমহলে।
বস্তুত, আরামবাগ থেকে প্রায় তিন বার বিধায়ক হিসেবে নির্বাচিত হন এই বিনয় দত্ত। তৃণমূল সরকারের আমলে গত 2012 সালে আক্রান্তের শিকার হতে হয় তাঁকে। তবে তা সত্ত্বেও থামানো যায়নি এই সিপিএম নেতাকে। এদিন তার মৃত্যুর খবর পেয়ে আরামবাগে আসেন হুগলি জেলা সিপিএমের সম্পাদক দেবব্রত ঘোষ, প্রাক্তন সাংসদ শক্তি মোহন মালিক সহ অন্যান্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উপস্থিত ছিলেন আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং গোঘাটের তৃণমূল বিধায়ক মানস মজুমদার। সেখানেই তারা এই সিপিএম নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। যার পরেই কলকাতার এনআরএস হাসপাতালে দীর্ঘদিনের সিপিএমের বিধায়ক বিনয় দত্তের দেহ দান করে দেওয়া হয়। সব মিলিয়ে 72 বছর বয়সী প্রয়াত দীর্ঘদিনের বিধায়ক তথা হেভিওয়েট নেতা বিনয় দত্তকে হারিয়ে এখন রীতিমত শোকস্তব্ধ সিপিএম নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!