এখন পড়ছেন
হোম > রাজ্য > হেভিওয়েট তৃনমূল বিধায়কের বিরুদ্ধে কলেজে পোস্টার, তীব্র চাঞ্চল্য!

হেভিওয়েট তৃনমূল বিধায়কের বিরুদ্ধে কলেজে পোস্টার, তীব্র চাঞ্চল্য!

পশ্চিমবঙ্গে পোস্টার রাজনীতি নতুন কিছু নয়। হেভিওয়েট বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা জায়গায় দুর্নীতি নিয়ে নানা পোস্টার পড়েছে। যা অনেক দলের নেতা এবং সেই রাজনৈতিক দলকে অস্বস্থিতে ফেলেছে। বেশিরভাগ ক্ষেত্রে যে দল ক্ষমতায় থাকে, সেই দলের নানা নেতার বিরুদ্ধে নানা সময় পোস্টার পড়তে দেখা যায়। অতীতে যেমন বামফ্রন্ট নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার ফেলতে দেখা যেত এবং অভিযোগ উঠত তৃণমূল কংগ্রেসের দিকে, সেভাবেই বর্তমান সময়ে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়ছে।

যেক্ষেত্রে অভিযোগ উঠেছে বর্তমান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। তবে এবার আর মাঠে-ময়দানে নয়। এবার রাজ্যের একটি কলেজে তৃণমূল বিধায়ক তথা সেই কলেজের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা গেল। সূত্রের খবর, গোয়ালতোড়ে সাঁওতাল বিদ্রোহ সার্ধশতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

আর এই শ্রীকান্তবাবুর বিরুদ্ধেই গত মঙ্গলবার কলেজের বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার লাগানো হয়েছে। যেখানে প্রিন্ট করা পোস্টারে কোথাও লেখা হয়েছে, “ভারত মাতা কি জয়”, আবার কোথাও লেখা হয়েছে, “ঘুষ নিয়ে নিয়োগ করা বন্ধ করো শ্রীকান্ত মাহাতো”, “জিবি মেম্বার, জিবি প্রেসিডেন্ট কলেজ থেকে দূর হটো।” আর তৃণমূল বিধায়ক তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি শ্রীকান্ত মাহাতোল বিরুদ্ধে এভাবে কলেজের ভেতরে পোস্টার পড়ার ঘটনাকে নজিরবিহীন হিসেবেই দেখছে একাংশ।

কিন্তু কে বা কারা এই পোষ্টার লাগালো! জানা গেছে, এই পোস্টারের নিচে লেখা রয়েছে, বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির নাম। আর তা নিয়েই এখন চাঞ্চল্য তৈরি হয়েছে সর্বত্র। ইতিমধ্যেই এই ব্যাপারে সঙ্ঘ ঘনিষ্ঠ ছাত্রসংগঠন এবিভিপিকে দায়ী করে সরব হয়েছেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “এবিভিপি অপপ্রচার করে পোস্টার দিয়েছে। অভিযোগের কোনো সারবত্তা নেই। এভাবে নিয়োগ হয় না। তার আলাদা নিয়ম আছে। পুলিশকে বলেছি তদন্ত করে দেখতে।” তবে কলেজের ভেতরে এই পোস্টার পড়ার ঘটনায় তৃণমূল বিধায়ক বিজেপির ছাত্র সংগঠনকে দায়ী করলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন এই প্রসঙ্গে এবিভিপির জেলা সভাপতি স্বরূপ মাইতি বলেন, “আমাদের কেউ গোয়ালতোড় কলেজে কোনো পোস্টার দেয়নি। এটা তৃণমূলের নিজেদের গ্রুপের ব্যাপার। ওদেরই কাজ এটা। তবে দুর্নীতি যে হচ্ছে তা বোঝাই যাচ্ছে।”

এদিকে পোস্টার পড়া নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে তরজা চরম জায়গায় পৌঁছলেও, কে বা কারা পোস্টার লাগালো, তা খুঁজে বার করতে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মন্টুকুমার দাস। আর এসব দেখে বিশেষজ্ঞরা বলছেন, কলেজের ভেতরে কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কিভাবে দুর্নীতির পোস্টার দেওয়ার সাহস লাগে। আর সেই সাহস দেখিয়ে যে বা যারাই এই পোস্টার দিক না কেন, তারা যে এমনি সেই পোস্টার দেয়নি এবং এর পেছনে যে যথেষ্ট কারণ রয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। এখন গোটা পরিস্থিতি কোনদিকে গড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!