এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট তৃণমূল বিধায়কের বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার! মৃত্যুর কারণ নিয়ে রহস্য বাড়ছে

হেভিওয়েট তৃণমূল বিধায়কের বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার! মৃত্যুর কারণ নিয়ে রহস্য বাড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্যজুড়ে শাসক দলকে নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক সমস্যা নিয়ে জেরবার তৃণমূল শিবির। আর এবার নতুন সমস্যা। শাসক দলের নাম জড়িয়ে পড়লো এক আত্মহত্যার ঘটনায়। বৃহস্পতিবার সাতসকালে দক্ষিণ 24 পরগনার এক হেভিওয়েট তৃণমূল নেতা তথা বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল আত্মহত্যাকারী এক যুবকের দেহ। এই নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তার সাথে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তুমুল আলোড়ন। যদিও এই আত্মহত্যার পেছনে কি কারণ তা নিয়ে এখনও কোন সঠিক তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

বুধবার গভীররাতে দক্ষিণ 24 পরগনার গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের বাড়িতে লাবণ্য হালদার নামে এক যুবক আত্মহত্যা করে। ইতিমধ্যে পুলিশ বিধায়ক জয়ন্ত নস্করের বাড়িতে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। তবে কি কারণে আত্মহত্যা তা নিয়ে ধন্দে পুলিশও। পুলিশি সূত্রে জানা গিয়েছে, লাবণ্য নামের ওই যুবক গোসাবার পাঠানখালী এলাকায় আগে থাকত। সেখানে সিপিএম আমলে তাঁর বাবা এবং মা খুন হয়। তৎকালীন সিপিএম নেতা হাকিম মোল্লার বিরুদ্ধে অভিযোগ ওঠে এই খুনের।

সে সময় 15 বছর বয়সী লাবণ্যকে আশ্রয় দেন জয়ন্ত নস্কর। তাঁকে পড়াশোনাতেও সাহায্য করতেন বিধায়ক জয়ন্ত নস্কর। সোনারপুরে থেকে পড়াশোনা করত লাবণ্য। লকডাউনের কারণে সোনারপুর থেকে সে ফেরে চুনাখালীতে বিধায়ক এর বাড়ি। এতদিন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। কিন্তু বুধবার রাতে বাড়ির পরিচারিকা যখন তাঁর ঘরে খাবার দিতে যায়, তখনই ঝুলন্ত অবস্থায় লাবণ্যকে দেখে ওই পরিচারিকা। সঙ্গে সঙ্গে খবর যায় বিধায়ক জয়ন্ত নস্করের কাছে। ছুটে আসেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর সাথে খবর যায় পুলিশেও। নিরাপত্তারক্ষীরা অবশ্য পুলিশ আসার আগেই লাবণ্যর দেহ নামিয়ে নিয়ে হাসপাতালে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক জয়ন্ত নস্কর নিজেই অত্যন্ত হতবাক বলে জানিয়েছেন। হঠাৎ করে লাবণ্য কেন এরকম করলো, তা নিয়ে তিনিও অন্ধকারে। অন্যদিকে পুলিশি সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের ঘর থেকে তিনটি সুইসাইড নোট পাওয়া গেছে। যেখানে নিহতের হাতের লেখার সঙ্গে সুইসাইড নোটের হাতের লেখা মিলিয়ে দেখছে পুলিশ।

তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রণয়ঘটিত কারণে এই আত্মহত্যা হতে পারে। ইতিমধ্যে পুলিশের কাছে খবর এসেছে, মৃত লাবণ্য হালদার একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল এবং তা নিয়ে সম্প্রতি সমস্যাও তৈরি হয়েছিল। অন্যদিকে এই আত্মহত্যার ঘটনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান বিতর্ক। তৃণমূল শিবিরেও শুরু হয়েছে গুঞ্জন। এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ এসে উত্তেজনা সামাল দেয় বলে জানা গেছে। আপাতত পুলিশি তদন্ত চলছে তবে কেন এই আত্মহত্যা তা জানতে গেলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!