এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর গড়ে দলে দলে সংখ্যালঘুরা যোগ দিচ্ছেন বিজেপিতে, মানতে নারাজ তৃণমূল!

হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর গড়ে দলে দলে সংখ্যালঘুরা যোগ দিচ্ছেন বিজেপিতে, মানতে নারাজ তৃণমূল!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে বর্তমানে হামেশাই বিভিন্ন দলে যোগদান চলছে। তবে এই দলে যোগদান নিয়ে এবার রাজনৈতিক তরজা শুরু হলো আসানসোলে। আসানসোলের বিজেপি শিবির দাবি করেছে, তাঁদের দলে বর্তমানে এলাকার সংখ্যালঘুরা যোগদান করছে। অন্যদিকে তৃণমূল বিজেপির এই দাবি মানতে একেবারেই নারাজ। ঘটনার সূত্রপাত আসানসোল জেলার উত্তর বিধানসভা কেন্দ্রের রেলপাড়কে নিয়ে। সম্প্রতি বিজেপি দাবি করছে, আসানসোলের রেলপাড় এলাকার ব্যাপক সংখ্যালঘু গোষ্ঠী বিজেপিতে যোগদান করছে। আর এই দাবিকে কেন্দ্র করেই শুরু হয়েছে দু’দলের ঝামেলা।

ইতিমধ্যেই আসানসোলের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, বিজেপির এই দাবি পুরোপুরি ভ্রান্ত। বুধবার সকালে আসানসোলের কোর্ট মোড় এলাকায় বিজেপির ‘চায় পে চর্চা’র আসর বসে। সেখানে যোগ দেন দলের রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই সহ অন্যান্য বিজেপি নেতারা। আর এই সভাতেই লক্ষণ ঘড়ুই দাবি করেন, তাঁদের সাথে 50 জন সংখ্যালঘু মানুষ যোগ দিয়েছেন।

এবং একই সাথে তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে অন্তত 18 হাজার সংখ্যালঘু মানুষ আসানসোলের রেলপাড় এলাকা থেকে বিজেপিতে যোগ দেবেন। এ প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল ওই এলাকায় কোনরকম উন্নয়ন করতে পারেনি। আর তার জন্যই মানুষ এবার বিজেপিকে বেছে নিয়েছে। একই সাথে উল্লেখযোগ্য বলে ধরা হচ্ছে, কিছুদিন আগে রেলপাড়ের 3 বিদায়ী তৃণমূল কাউন্সিলর গোলাম সরওয়ার, ওয়াসিমুল হক এবং হাজি নাসো তিনজনেই অভিযোগ করেছিলেন এলাকার উন্নয়নের খামতি নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে তাঁরা ভোট কাটাকাটি বাঁচাতে ওই কেন্দ্রে সংখ্যালঘু প্রার্থীর দাবি জানিয়েছিলেন। যদিও তা নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়ে যায় ব্যাপক জল্পনা। আর বর্তমানে লক্ষণ ঘড়ুই এর দাবির সাথে বিদায়ী তৃণমূল কাউন্সিলরদের অভিযোগের মিল খোঁজার চেষ্টা চালাচ্ছেন রাজনৈতিক সমালোচকরা। তবে বিজেপির দাবি অনুযায়ী সংখ্যালঘু দলবদল উন্নয়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর করছে কিনা তা নিয়েও কিন্তু রীতিমতো জল্পনা চলছে স্থানীয় এলাকায়।

অন্যদিকে ইতিমধ্যে ওয়াসিমুল হক এদিন দলবদল প্রসঙ্গে জানান, এর আগে তাঁরা এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থেই বিবৃতি দিয়েছেন। তবে একই সাথে তিনি জানিয়েছেন, বিজেপির পথ কোনোভাবেই ঠিক হতে পারে না। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বিজেপির দাবিকে কোনমতেই মানতে নারাজ। তাঁর মতে, রেলপাড়ে গত 10 বছরে ব্যাপক উন্নতি হয়েছে। বিজেপি যাই বলুক না কেন সংখ্যালঘু মানুষরা এখনো পর্যন্ত তৃণমূলের সঙ্গেই রয়েছেন। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে এদিন রাজু বন্দ্যোপাধ্যায় এলাকার তৃণমূল নেতৃত্বের সঙ্গে অবৈধ কয়লা ও বালি পাচার চক্রের যোগাযোগের অভিযোগ নিয়ে সরব হন।

আর এই নিয়ে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, বিজেপি বর্তমানে রাজনৈতিক জমি শক্ত করতে ভিত্তিহীন অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের কাছে কিন্তু বিধানসভার মসনদ দখল করতে হাতিয়ার একটাই আর তা হলো উন্নয়ন। উন্নয়নের ধারা যদি কমে, তাহলে তার প্রভাব অবশ্যই পড়বে জনমানসে। সেক্ষেত্রে কিন্তু সংখ্যালঘুরা ক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে অবশ্যই যোগ দিতে পারেন বিজেপিতে। তবে তৃণমূল বা বিজেপি যে যাই দাবি করুক না কেন, আসল ছবি স্পষ্ট হবে বিধানসভা নির্বাচনের ভোটবাক্সে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!