এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট বিজেপি প্রার্থীর বাড়িতে রাতভর বোমাবাজি ও ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

হেভিওয়েট বিজেপি প্রার্থীর বাড়িতে রাতভর বোমাবাজি ও ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্য শেষ হয়েছে পঞ্চম দফার নির্বাচন, কিন্তু শেষ হয়নি নির্বাচন পরবর্তী হিংসা। নির্বাচনের পরও রাজ্যের একাধিক স্থান থেকে অশান্তি, বোমাবাজি, হানাহানির খবর বারবার শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে গতকাল রাতভর পানিহাটির হেভিওয়েট বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলল ভাঙচুর, বোমাবাজি। ঘটনায় তিনি সরাসরি অভিযোগ করেছেন রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। সেইসঙ্গে তিনি অভিযোগ করেছেন পুলিশের নিষ্ক্রিয়তাকে।

গতকাল রাতভর বোমাবাজি ও প্রবল ভাঙচুর চলে পানিহাটির বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তিনি অভিযোগ করেছেন, তাঁকে হত্যার ষড়যন্ত্রেই এভাবে তাঁর বাড়িতে বোমাবাজি করা হয়েছে, সেই সঙ্গে করা হয়েছে ভাঙচুর। বাড়ির যেখানে তিনি বেশি সময় থাকেন, সে ঘর লক্ষ্য করেই বোমা ছোড়া হয়েছে বলে, অভিযোগ করেছেন তিনি। তাঁর বাড়িতে ৮০ বছরের অধিক বয়স্ক মানুষও আছেন, যিনি অত্যন্ত আতঙ্কে রাত কাটিয়েছেন। খড়দা থানার পুলিশের দ্বারস্থ হয়েও, তেমন কোন কাজ হয়নি বলে, অভিযোগ করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সন্ময় বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এই ধরনের ঘটনা করতে পেরেছে। নির্বাচনের দিনও পুলিশ যথেষ্ট নিষ্ক্রিয় নিয়েছিল। একাধিক বুথে সেদিন অশান্তি, বুথ দখলের চেষ্টা হলেও পুলিশের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। খবর দিলেও পুলিশ আসতে অধিক বিলম্ব করেছে, যার ফলে সহজেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে পেরেছে দুষ্কৃতীরা।

তিনি অভিযোগ করেছেন, ভোটের দিন থেকেই অশান্তি চলছে গোটা পানিহাটি জুড়ে। যার জন্য প্রত্যক্ষভাবে দায়ী শাসকদল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। গতকাল তারাই তাঁর বাড়িতে এমন গন্ডগোল করেছে। তিনি আশঙ্কা করেছেন, রান্না ঘরে রাখা গ্যাস থেকে আগুন ধরে যাবার সম্ভাবনা ছিল। যথেষ্ট ভাঙচুর করা হয়েছে তাঁর বাড়িতে। নিজের প্রাণ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন বর্ষিয়ান বিজেপি নেতা। সেসময় তিনি থানায় না গেলে তাঁকে মেরেই ফেলা হতো বলে, অভিযোগ করেছেন তিনি।

এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। ঘটনায় অভিযুক্ত করেছেন তৃণমূল নেতা নান্টু ঘোষকে, সেইসঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তাকে। তাঁর অভিযোগ, পুলিশের সঙ্গে যোগসাজশ রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। ক্ষমতা হারাবার ভয়েই এমন মরিয়া ও হিংস্র হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!