এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > হেভিওয়েট বিজেপি নেতার বাড়িতে মধুচক্রের অভিযোগ, প্রবল অস্বস্তি গেরুয়া শিবিরের

হেভিওয়েট বিজেপি নেতার বাড়িতে মধুচক্রের অভিযোগ, প্রবল অস্বস্তি গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হেভিওয়েট বিজেপি নেতার বাড়িতে মধুচক্রের আসর বসানোর বিস্ফোরক অভিযোগ উঠেছে। স্থানীয় মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে একজন যুবতী, দুজন যুবক। এরপর থেকেই গাঢাকা দিয়েছেন এই বিজেপি নেতা। তাঁর খোঁজ করছে পুলিশ। তাঁর বিরুদ্ধে স্বতপ্রণোদিত ভাবে মামলা দায়ের করেছে পুলিশ।

উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামপুর এলাকায় বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, তিনি একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেই বাড়িটিতে বহু পুরুষ ও মহিলার আনাগোনা ছিল। যেখানে মধুচক্রের আসর বসতো ও সেই সঙ্গে চলত শুটিং। এমনই অভিযোগ একাধিক স্থানীয় মানুষের। অভিযোগের কথা জানতে পেরে গতকাল সেখানে হানা দেয় পুলিশ। পুলিশ এসে দুজন যুবক ও একজন যুবতীকে গ্রেপ্তার করেছে। যারা গাইঘাটা ও হালি শহরের বাসিন্দা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা প্রবল অস্বস্তি বাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরের। এই ঘটনায় বিজেপিকে প্রবলভাবে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এক তৃণমূল নেতা এ প্রসঙ্গে জানিয়েছেন যে, এটাই হলো বিজেপির সংস্কৃতি। মা বোনকে সম্মান দিতে জানেনা বিজেপি। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে দিল্লি থেকেও মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবে। তবে, এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, এই বাড়িটি তাঁর কেনার কথা ছিল, কিন্তু বাড়িটি তিনি শেষ পর্যন্ত কেনেন নি। তাই এই বাড়ি তাঁর নয়। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। এদিকে অভিযুক্তদের আদালতে তোলা হলে, তাদের বেশ কিছুদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!