এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হেনস্তার মুখে হেভিওয়েট বিজেপি প্রার্থী, থানা ঘেরাও করে বিক্ষোভ!

হেনস্তার মুখে হেভিওয়েট বিজেপি প্রার্থী, থানা ঘেরাও করে বিক্ষোভ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই একদফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রাজ্যে। বাকি আরও সাত দফা নির্বাচন। কিন্তু ভোটের প্রচারে কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। বিভিন্ন সময় শাসক-বিরোধী সংঘর্ষ তৈরি হতে দেখা যাচ্ছে। আর এবার খাস কলকাতায় হেনস্তার মুখে পড়লেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়। যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন লোকনাথ চট্টোপাধ্যায়। তিনি পেশায় আইনজীবী বলেই পরিচিত। সোমবার দুপুরে দলের কর্মী-সমর্থকদের নিয়ে মল্লিকবাজার এলাকায় প্রচার করতে যান তিনি। বিজেপির অভিযোগ, সেখানে প্রচারের সময় বিজেপি প্রার্থীর ওপর বেশ কিছু তৃণমূল সমর্থক হামলা করেন। এমনকি হেনস্থার মুখে পড়তে হয় বিজেপি মহিলা মোর্চা রাজ্য সম্পাদক রাখি মিত্র সহ দলের অন্যান্য কর্মীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, গুরুতর আক্রান্ত অবস্থায় রাখিদেবীকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তবে এই ঘটনার পরেই প্রতিবাদে পথে নামতে দেখা যায় বিজেপিকে। যেখানে পার্কস্ট্রিট থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বিজেপি নেতা কর্মীরা। তবে বর্তমানে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যার ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন শুরু হওয়ার আগে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচারে যেভাবে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, তাতে ঘাসফুল শিবির যে অনেকটাই ব্যাকফুটে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!