এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “হেরে হেরে ক্লান্ত, তাই এসব কথা বলছেন” রাহুল সিনহা প্রসঙ্গে মন্তব্য কুনালের!

“হেরে হেরে ক্লান্ত, তাই এসব কথা বলছেন” রাহুল সিনহা প্রসঙ্গে মন্তব্য কুনালের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিতর্কিত মন্তব্য করবার কারণে 48 ঘন্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বিজেপি প্রার্থী রাহুল সিনহার ক্ষেত্রে। কিন্তু নির্ধারিত সময় পেরোনোর সাথে সাথেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন হাবরার বিজেপি প্রার্থী। যেখানে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে একদম সঠিক কাজ করেছে বলে পুলিশ পর্যবেক্ষকের নাম তুলে ধরতে দেখা গেল তাকে।

স্বাভাবিক ভাবেই বিজেপি নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের পক্ষ থেকে প্রতি সময় অভিযোগ করা হচ্ছে, নির্বাচন কমিশন বিজেপির বিভিন্ন বিতর্কিত মন্তব্য করা নেতাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করছে না। কিন্তু রাহুল সিনহার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার পরেও, যেভাবে তিনি বিতর্কিত মন্তব্য করলেন, এবার তা নিয়ে পাল্টা ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির। এবার হাবরার বিজেপি প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, “রাহুল সিনহা ফাস মন্তব্য করুন, আর বেফাঁস মন্তব্য করুন, লোকসভা ও বিধানসভা ভোটে 9 বার পরাজিত হয়েছেন রাহুল সিনহা। ঘুরে ঘুরে হেরে ক্লান্ত রাহুল সিনহা এখন দৃষ্টি আকর্ষণের জন্য এইসব কথা বলছেন। উনি কি বললেন, কি না বললেন, তাতে মানুষের কিছু আসে যায় না। একমাত্র বিজেপির মুখোশ খুলে যাওয়ার জন্য এই ধরনের মন্তব্য প্রয়োজন। মানুষ ভোটের বাক্সে এর জবাব দিয়ে দেবেন।”

অর্থাৎ বিতর্কিত মন্তব্য করার কারণে একসময় প্রচারে নিষেধাজ্ঞা জারি করার পরেও, রাহুল সিনহা যেভাবে বিতর্কিত মন্তব্য করতে শুরু করেছেন, এবার তাকেই হাতিয়ার করল তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে অতীতে রাহুল সিনহা যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি পরাজিত হয়েছেন। আর সেই কথা তুলে ধরে তাকে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। মূলত দৃষ্টি আকর্ষণ করার জন্যই রাহুল সিনহা এই মন্তব্য করছেন বলে দাবি করতে দেখা গেল তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের একাংশ বলছেন, এই গোটা ঘটনায় ভারতীয় জনতা পার্টি অনেকটাই চাপের মুখে পড়ে যাবে। ভোটের ময়দানে একবার কমিশনের পক্ষ থেকে প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল রাহুল সিনহার ক্ষেত্রে। কিন্তু ফের প্রচারে বেরিয়ে তিনি যেভাবে বিতর্কিত মন্তব্য করলেন, তাতে তৃণমূলের পক্ষ থেকে এবার তাকে আরও বেশি করে চাপে ফেলা হতে পারে।

এক্ষেত্রে ঘাসফুল শিবিরের প্রশ্নের মুখে পড়ে কমিশনের পক্ষ থেকে যদি প্রচার নিয়ে রাহুল সিনহার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে বিজেপি এবং রাহুলবাবু অনেকটাই বেকায়দায় পড়ে যাবেন বলেই দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কেন বারবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসছেন রাহুল সিনহা, এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!