এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হিরো সাজতে গিয়ে হাতে বন্দুক তুলে নিলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে, বিতর্ক তুঙ্গে

হিরো সাজতে গিয়ে হাতে বন্দুক তুলে নিলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমান যুগে দেখনদারিটা অনেক বেশি মুখ্য হয়ে উঠেছে। নিজেকে হিরো প্রমাণ করতে গিয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করেন অনেকে। সেরকমই এবার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে হাতে তুলে নিলেন বন্দুক। বন্দুক হাতে নিয়ে তিনি একটি ভিডিও করে ফেলেছেন ইতিমধ্যেই। হিন্দি সিনেমার নায়কের মতন তাঁকে ঘিরে তাঁর বন্ধুবান্ধব, মধ্যমণি প্রধানের ছেলে। মাঝরাতে হাইওয়ের ওপর এরকম একটি ভিডিও তৈরি করেছে এলাকার পঞ্চায়েত প্রধানের ছেলে। হিন্দি ছবির নায়কের মতন দাবাং লুক তৈরি করতে গিয়ে হাতে তুলে নিয়েছেন বন্দুক। আর তাতেই কার্যত সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র।

সম্প্রতি দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান মহিরউদ্দিন শেখের ছেলে শহিদুল শেখ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে তাঁর হাতে পিস্তল, ট্রিগারে আঙুল আর খোলা জিপে তিনি মধ্যমণি। সঙ্গে লোকলস্করও রয়েছে ঠিক যেন হিন্দি সিনেমার নকল। ইতিমধ্যেই ঐ ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যদিও সেই ভিডিও এখনো পর্যন্ত খতিয়ে দেখেনি প্রিয় বন্ধু মিডিয়া। তবে শোনা যাচ্ছে, হিন্দি সিনেমার মতন একটি ভিডিও পোস্ট করতে গিয়ে এত কিছুর আয়োজন করেছিল শহীদুল। কার্যত স্থানীয় দাপুটে তৃণমূল নেতা তাঁর বাবা মহিরউদ্দিন শেখ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অবশ্য জানিয়েছেন, ছেলে খেলনা বন্দুক হাতে তুলে নিয়েছে। ওটা কোনোভাবেই আসল নয়। তবে এই ঘটনা সামনে আসার সাথে সাথেই কালিয়াগঞ্জের মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছেন পঞ্চায়েত প্রধান মহিরউদ্দিন শেখ। কার্যত নাকাশিপারার 34 নম্বর জাতীয় সড়কের ওপর একটি টোলপ্লাজার কাছে পেট্রোল পাম্পে শহিদুল ও তাঁর বন্ধুবান্ধবরা এই কান্ডটি ঘটিয়েছে বলে জানা গেছে। একটি ছবিও তোলা হয়। সেখানেও শহিদুলের হাতে বন্দুক দেখা গিয়েছে।

পুলিশের কান পর্যন্ত কথা যেতেই কালিগঞ্জ থানায় দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান মহিরউদ্দিন সেখ এবং তাঁর ছেলে শহিদুল শেখকে ডেকে পাঠানো হয়। সেখানেই পুলিশ ওই খেলনা বন্দুক বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি প্রধানের ছেলেকে রীতিমতো ধমক দিয়ে পুলিশ হুঁশিয়ার করেছে, আগামী দিনে যেন এধরণের কোন ঘটনা আর না ঘটে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা তীব্র অস্বস্তির সৃষ্টি করেছে তৃণমূলের অন্দরেও। তবে দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!