এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার সভায় নিমন্ত্রণ পাচ্ছেন না হেভিওয়েট নেতারা, প্রবল ক্ষোভ তৃণমূলের অন্দরে!

মমতার সভায় নিমন্ত্রণ পাচ্ছেন না হেভিওয়েট নেতারা, প্রবল ক্ষোভ তৃণমূলের অন্দরে!


লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর অনেক ঘটা করে দলের রননীতিকার হিসেবে প্রশান্ত কিশোরকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রশান্ত কিশোর দায়িত্ব নেওয়ার পর তৃণমূলের ভাবমূর্তি ফেরানোর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন। যার ফলে অনেকটা সাফল্যের মুখ দেখেছে বলেও দাবি করে তৃণমূলের ঘনিষ্ঠ মহল। কিন্তু আগামী 2 মার্চ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডাকা বৈঠকে এই প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে বারকোডের ব্যবস্থা করা হলেও, সেই কার্ড পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন মালদহ জেলা তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা নেত্রীরা। যার ফলে এখন রীতিমত অপমান বোধ করে ক্ষোভে ফুসতে শুরু করেছেন তারা।

সূত্রের খবর, বৃহস্পতিবার মালদার ইংরেজবাজার শহরের একটি স্কুলে তৃণমূলের পক্ষ থেকে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। আর সেখানেই জেলা তৃণমূলের নেতা নেত্রীদের নামের তালিকা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় যাওয়ার জন্য বিলি করা হয় প্রবেশপত্র। তবে আশ্চর্যজনকভাবে তৃণমূলের অনেক পদাধিকারীরা সেখানে প্রবেশের কার্ড পাননি বলে অভিযোগ উঠেছে। কিন্তু যেখানে প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে প্রবেশাধিকারের জন্য এই কার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে নাম এবং পদের উল্লেখ করা হয়েছে, সেখানে জেলার অনেক তৃণমূল নেতারা সেই প্রবেশপত্র পাওয়া থেকে বঞ্চিত হলেন কেন, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, আগামী 2 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা নেতাজি ইন্ডোরের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত জেলার দলীয় প্রার্থীদের সেই সভায় ডেকে গুরুত্বপূর্ণ মন্ত্র দিতে পারেন। আর তার জন্যই সেই সভায় প্রবেশের ক্ষেত্রেও কড়া বিধি নিয়ে এসেছে তৃণমূল। সেখানে বারকোড চালু করে নেতা-নেত্রীদের নাম ও পদ উল্লেখ করে একটি কার্ড বিলি করা হচ্ছে। কিন্তু আশ্চর্য জনকভাবে জেলার গুরুত্বপূর্ণ নেতা হওয়া সত্ত্বেও মালদহের অনেক তৃণমূল নেতারা সেই কার্ড না পাওয়ায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে চাঞ্চল্য। কেন এমনটা হল!

জানা গেছে, এদিন এই কার্ড বিলি থেকে বেশ কিছু নেতা, নেত্রীর নাম বাদ পড়লেও, জেলা নেতৃত্বের পক্ষ থেকে তাদের নাম যাতে সেখানে অন্তর্ভুক্ত করা হয়, তার জন্য রাজ্য নেতৃত্বের কাছে অনুরোধ করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি বলেন, “নেতাজি ইন্ডোরে নতুন কর্মসূচির বিষয়টি ঘোষণা হতে চলেছে। এবার এলাকাভিত্তিক রেলি করতে হবে। তৃণমূল স্তরের সংগঠনকে চাঙ্গা করতে হবে। 2 মার্চের কলকাতা সভায় সেই ব্যাপারে রুপরেখা স্থির হবে। ওই সভায় মালদহের বিভিন্ন ব্লক এবং জেলাস্তরের বেশ কিছু নেতা এবং সক্রিয় কর্মীরা প্রবেশের অনুমতি পাননি। তবে ওই তালিকা আমরা করিনি। প্রশান্ত কিশোরের টিম এই তালিকা তৈরি করেছে। বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানাব। সক্রিয় নেতা কর্মীদের যাতে প্রবেশপত্র দেওয়া হয়, তার অনুরোধ করা হবে।”

একাংশের প্রশ্ন, প্রশান্ত কিশোর ভোটকৌশলী বলে পরিচিত‌। তার পরিকল্পনা মাফিক এই কার্ড বিলি করা হয়েছে। কিন্তু সেখানেও যদি প্রকৃত তৃণমূলের পরিশ্রমী কর্মীরা বাদ যান, তাহলে প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। এখন যে প্রশ্ন উঠতে শুরু করেছে মালদহ জেলা তৃণমূলের অন্দরমহলে। সব মিলিয়ে প্রশান্ত কিশোরকে নিয়েও তৃণমূলের গলদ থেকেই যাচ্ছে বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!