এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট বিজেপি নেতার ওপর হামলা, তরজায় অর্জুন-জ্যোতিপ্রিয়!

হেভিওয়েট বিজেপি নেতার ওপর হামলা, তরজায় অর্জুন-জ্যোতিপ্রিয়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে। বিভিন্ন জায়গায় সংঘর্ষের মতো ঘটনা ঘটছে। এবার উত্তর 24 পরগনায় বিজেপি নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারের উপর হামলার ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে বিজেপি নেতার ওপর। যদিও বা তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

স্বাভাবিকভাবেই অতীতে লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে যেভাবে উত্তর 24 পরগনা বিভিন্ন এলাকা সন্ত্রস্ত হতে দেখা গিয়েছিল, সেই একই ঘটনা ঘটায় এখন রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন ফিরোজ কামাল গাজী। শনিবার বসিরহাটের সাংগঠনিক বৈঠক সেরে কলকাতা আসার পথেই তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। যে ঘটনায় গুরুতর ভাবে জখম হন সেই বিজেপি নেতা। আর এরপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তিনি বলেন, “বাবু মাস্টার বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তার ওপর হামলার ছক কষা হয়েছিল। পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছিল। জ্যোতিপ্রিয় মল্লিক তাকে নানাভাবে হুমকি দিয়েছিলেন। গতকালের এই হামলা জ্যোতিপ্রিয় মল্লিক করিয়েছেন, এমনটাও হতে পারে।” আর রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে হামলার ঘটনায় যেভাবে অভিযোগ তুললেন বিজেপি সাংসদ, তাতে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে অর্জুন সিংহের পক্ষ থেকে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাল্টা গোটা ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ করতে দেখা যায় তাকে। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “এটা নব্য বিজেপির সঙ্গে পুরনো বিজেপির লড়াইয়ের জের। দীর্ঘদিন ধরেই বাবু মাস্টারের অনেক শত্রু রয়েছে‌। একটা সময় সিপিএমের গৌতম দেবের ডানহাত ছিলেন উনি। তখন থেকেই ওনার অনেক শত্রু।”

স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনায় এখন রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার রাজনৈতিক মহলে। এতদিন নীচুতলার নেতাকর্মীদের বিরুদ্ধে বিরোধী দলের প্রতি হামলার অভিযোগ তুলতে দেখা যেত বিরোধী রাজনৈতিক দলগুলোকে। কিন্তু এবার যেভাবে সরাসরি রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে হামলা করার অভিযোগ করলেন বিজেপি সাংসদ, তাতে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে গুঞ্জন। যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে, তাতে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!