এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট সাংসদকে ধমক মমতার, প্রকাশ্য সভায় বকুনি ঘিরে জল্পনা!

হেভিওয়েট সাংসদকে ধমক মমতার, প্রকাশ্য সভায় বকুনি ঘিরে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল কংগ্রেসের দক্ষ নেত্রী হিসেবেই পরিচিত মহুয়া মৈত্র। অনেকেই মনে করেন যে, তৃণমূল নেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তিনি। কিন্তু এবার নদীয়া জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসে রীতিমতো মহুয়া মৈত্রকে সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। যে মহুয়া মৈত্র তৃণমূল শীর্ষ নেতৃত্বের এত ঘনিষ্ঠ বলে পরিচিত, তাকে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে সতর্কবার্তা ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে শাসক দলে।

সূত্রের খবর, বৃহস্পতিবার নদীয়া জেলাকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র। প্রশাসনিক সভা চলতে চলতে হঠাৎ করেই মহুয়া মৈত্রকে সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মহুয়া আমি এখানে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। কে কার পক্ষে, বিপক্ষে দেখার আমার দরকার নেই। আমি সাজিয়ে গুছিয়ে কিছু লোক পাঠিয়ে ইউটিউবে অথবা ডিজিটালে অথবা পেপারে দিয়ে দিলাম, এই রাজনীতি এক দিন চলতে পারে, চিরদিন নয়। একই লোক চিরদিন এক জায়গায় থাকবে, এটা মেনে নেওয়াও ঠিক নয়। যখন ভোট হবে, পার্টি ঠিক করবে কে লড়বে, কে লড়বে না। এখানে মতপার্থক্যের কোনো জায়গা নেই। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। এটা আমি বলে গেলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে এভাবেই মাঝেমধ্যে জনপ্রতিনিধি থেকে শুরু করে আধিকারিকদের সতর্ক করে দেন। এবারেও তার কোনো ব্যতিক্রম হল না। তবে মহুয়া মৈত্রের কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরেই জেলা তৃণমূলের অনেক নেতারা অসন্তোষ প্রকাশ করছিলেন। আর এবার একেবারে প্রশাসনিক বৈঠক থেকে সেই ব্যাপারে হেভিওয়েট এই তৃণমূল সাংসদকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!