এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > হেভিওয়েট বিজেপি বিধায়ককে নিয়ে ব্যাপক আলোচনায় তৃণমূল, নয়া কৌতূহল নিয়ে বাড়ছে জল্পনা!

হেভিওয়েট বিজেপি বিধায়ককে নিয়ে ব্যাপক আলোচনায় তৃণমূল, নয়া কৌতূহল নিয়ে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এক সময় তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। পরবর্তীতে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের টিকিটে জয়লাভ করেছেন মিহির গোস্বামী। তবে সেই মিহির গোস্বামীকে নিয়েই এখন আলোচনা শুরু করেছে তৃণমূল কংগ্রেসকে। যাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে বাংলাজুড়ে। অতীতে বর্তমান পরিস্থিতিতে একের পর এক বিজেপি নেতা-নেত্রী বিজেপি ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করতে শুরু করেছেন।

আর তার মধ্যেই মিহির গোস্বামীকে নিয়ে তৃণমূলের কৌতূহল জল্পনা সৃষ্টি করল। যদিও বা অনেকদিন আগেই মিহিরবাবু জানিয়ে দিয়েছেন, তিনি দল পরিবর্তন করছেন না। তিনি বিজেপিতেই থাকবেন। আর এই পরিস্থিতিতে নিজেদের প্রাক্তন সৈনিক তথা বর্তমান বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর পা খারাপ থাকা সত্ত্বেও, কেন তিনি লাঠি নিয়ে হাঁটছেন না, এখন সেটাই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের পরিষদীয় দলের অন্দরে। স্বাভাবিকভাবেই নিজেদের প্রাক্তন সতীর্থের প্রতি তৃণমূলের এত কৌতুহল ভাবাতে শুরু করেছে বিশেষজ্ঞদের।

বস্তুত, 2016 সালে নির্বাচনী প্রক্রিয়া থেকে ফেরার সময় হাঁটুর হাড় ভেঙে গিয়েছিল তৎকালীন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর। পরবর্তীতে লাঠি নিয়ে চলাফেরা করতেন তিনি। কিন্তু এখন আর তাঁকে লাঠি নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে না। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের এই সৈনিক এখন ভারতীয় জনতা পার্টিতে। বিধানসভা নির্বাচনের আগে তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়ে নিজের প্রাক্তন দলকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। তবে তার সেই চ্যালেঞ্জ রক্ষা হয়নি।

তিনি জয়লাভ করলেও, তার দল ভারতীয় জনতা পার্টি রাজ্যের ক্ষমতা দখল করতে পারেনি। আর তারপরেই একের পর এক গেরুয়া শিবিরে যোগদান করা নেতা-নেত্রীরা আবার তৃণমূলে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে শুরু করেছেন। আর সেই তালিকায় মিহির গোস্বামীর নাম থাকবে বলেও মনে করতে শুরু করেছিলেন একাংশ।

যদিও বা এখনও পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত নেননি মিহিরবাবু। আর তার মাঝেই তৃণমূলের পরিষদীয় দলের অন্দরে নিজেদের প্রাক্তন সতীর্থ মিহির গোস্বামী কি করে লাঠি ছাড়া হাঁটছেন, সেটাই বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার ফলে বাংলার রাজনৈতিক মহলের একাংশ বলছেন, হঠাৎ করে কেন মিহির গোস্বামীর প্রতি এত দরদ উথলে পড়ছে তৃণমূল কংগ্রেসের? তাহলে কি এর পেছনে নতুন কোনো সমীকরণ রয়েছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন এখন আর হাঁটতে তাকে লাঠি নিয়ে দেখা যাচ্ছে না? তাহলে কি পুরোপুরি তার ব্যথা সেরে গিয়েছে? এদিন এই প্রসঙ্গে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, “এবারের নির্বাচনে আমি যখন নাটাবাড়ি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে যাই, তখন আমার প্রধান প্রতিপক্ষ আমাকে হাঁটাচলা নিয়ে ব্যঙ্গ করে প্রচার শুরু করেন। তিনি বলেছিলেন, খোঁড়া বাদশাকে যেন কেউ ভোট না দেয়। তখনই সিদ্ধান্ত নিই, আর লাঠি নয়। কষ্ট হলেও নিজের পায়ে হেঁটেই প্রচার করব। সেভাবেই প্রচার করেছিলাম‌। তারপর লাঠির প্রয়োজন হয়নি। এখনও প্রয়োজন হচ্ছে না।”

আর এরপর থেকেই জল্পনা তৈরি হয়েছে। একাংশ বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে মিহির গোস্বামীর যোগদানের পেছনে প্রধান কারণ ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথবাবুর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না মিহিরবাবুর।

এমনকি বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঘোষ প্রার্থী হলে, তিনি নিজের প্রাক্তন সতীর্থ তথা বিজেপি প্রার্থী মিহির গোস্বামীকে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন বলেও অভিযোগ। আর তারপর থেকেই রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে লাঠি ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করেন মিহির গোস্বামী। আর বর্তমানে তৃণমূলের পক্ষ থেকে মিহির গোস্বামীর সেই লাঠি ছেড়ে হাঁটা নিয়ে আলোচনা শুরু হলে তার জবাব দিয়ে নিজেকে সুস্থ সবল প্রমাণ করে দিলেন নাটাবাড়ির বর্তমান বিজেপি বিধায়ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!