এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হেভিওয়েট বিজেপি প্রার্থীকে ভোটদানে বাধা, কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারি!

হেভিওয়েট বিজেপি প্রার্থীকে ভোটদানে বাধা, কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মীরাদেবী পুরোহিত। অষ্টম দফার নির্বাচনে এই জোড়াসাঁকোতেও নির্বাচন হচ্ছে। সকাল থেকেই এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা উত্তপ্ত হতে দেখা গেছে। আর বেলা বাড়তেই ভোটদান করতে উদ্যত হলেও ভোটগ্রহণপর্বে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন হেভিওয়েট এই বিজেপি প্রার্থী।

যেখানে প্রিসাইডিং অফিসারের আচরণে রীতিমত ক্ষুব্ধ হয়েছেন তিনি। কিন্তু কী কারণে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে তাকে বাধা দেওয়া হল? এখন তা নিয়ে নানা মহলে তৈরি হচ্ছে প্রশ্ন। একাংশের মতে, তিনি তো শুধু প্রার্থী নন। তিনি তো একজন ভোটারও বটে। তাহলে কেন তার অধিকার এইভাবে খর্ব করে নেওয়া হল? কেন তাকে ভোট গ্রহণ পর্ব থেকে বঞ্চিত করার অভিযোগ উঠতে শুরু করল?

জানা গেছে, আজ জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত নিজের বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্বে অংশ নেন। কিন্তু বুথে যেতে না যেতেই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দেয় প্রিসাইডিং অফিসার। জানা গেছে, ভোটার কার্ড না নিয়ে গিয়ে নিজের ক্যান্ডিডেট স্লিপ নিয়ে ভোট দিতে উদ্যত হয়েছিলেন এই বিজেপি প্রার্থী। কিন্তু কোনোরকম আই কার্ড না থাকায় প্রিসাইডিং অফিসার তাকে ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন।

এমনকি তাকে ভোটার আই কার্ড নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়। আর এতেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি প্রার্থী। তার দাবি, তিনি এর আগেও বহু নির্বাচনে প্রার্থী হয়েছেন। কিন্তু এভাবেই তার ক্যান্ডিডেড ক্লিপ দেখে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিন্তু এবার কেন তাকে ভোটার কার্ড নিয়ে আসতে হবে, তা নিয়ে প্রশ্ন তুলে দেন মিনাদেবী পুরোহিত। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

তবে মীনাদেবী পুরোহিত এই দাবি তুললেও, তার কথা মানেননি প্রিসাইডিং অফিসার। পরবর্তীতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। আর তারপরেই ভোটার কার্ড নিয়ে ভোটগ্রহণ পর্বে অংশ নেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনে অনেক প্রার্থী নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার না হয়েও, সেখানে প্রার্থী হয়েছিলেন। সেদিক থেকে তারা ক্যান্ডিডেট স্লিপ নিয়ে বুথে বুথে পরিদর্শন করলেও, তাদের ভোটার কার্ড ছিল না। তবে সেই সমস্ত প্রার্থীরা যদি শুধুমাত্র তাদের ক্যান্ডিডেট স্লিপ দেখিয়ে ভোটগ্রহণ পর্বে অংশ নিতে চাইতেন, তাহলে তা নিয়ে এমনিতেই প্রশ্ন উঠত।

কিন্তু এত অভিজ্ঞতা থাকা মিনাদেবী পুরোহিত কেন শুধুমাত্র ক্যান্ডিডেট স্লিপের ওপর ভরসা রেখে ভোটগ্রহণপর্বে অংশগ্রহনের জন্য সরব হলেন? ভোটার কার্ড দেখিয়ে ভোটগ্রহণ পর্বে অংশ নেওয়াই তো রীতি। সেক্ষেত্রে তার জন্য নিয়ম বদল হবে কেন? এখন তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হতে শুরু করেছে। যদিও বা এই সমস্ত কিছুতে গুরুত্ব না দিয়ে গোটা বিষয়ে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন এই বিজেপি প্রার্থী। সব মিলিয়ে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জোড়াসাঁকো বিধানসভায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!