এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট বিজেপি সাংসদের পরিবার স্বাস্থ্যসাথী কার্ড করাতেই, তা নিয়ে প্রচারে ঝাঁপাল তৃণমূল

হেভিওয়েট বিজেপি সাংসদের পরিবার স্বাস্থ্যসাথী কার্ড করাতেই, তা নিয়ে প্রচারে ঝাঁপাল তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃনমূলের পক্ষ থেকে মাঝেমধ্যেই অভিযোগ করা হয়, তৃনমূলের পক্ষ থেকে যে প্রকল্প করা হচ্ছে, তার সুবিধা নিচ্ছে বিরোধীরাও। কিন্তু তৃনমূল সরকারের প্রকল্পের সুবিধা নিয়ে তার বিরোধিতা করতেই ব্যাস্ত বিজেপি বলে দাবি শাসক শিবিরের। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি শাসকদলের বিরোধীতা করলেও, তৃনমূলের নানা প্রকল্পের সুবিধা নিতে দেখা যাচ্ছে বিজেপির অনেক হেভিওয়েট জনপ্রতিনিধিদেরকেও। সূত্রের খবর, এবার তৃনমূল সরকারের পক্ষ থেকে চালু করা স্বাস্থ্যসাথীর কার্ড করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর পরিবারের সদস্যরা।

স্বভাবতই দিন রাত যে তৃনমূলের প্রকল্প নিয়ে এত বিরোধীতা করতে শোনা যায় বিজেপিকে, সেখানে বিজেপি সাংসদের পরিবারের এই সুবিধা গ্রহনের উদ্যোগ নজিরবিহীন বলেই দাবি বিশেষজ্ঞদের। প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়ি পুরুলিয়া জেলার ঝালদা 1 ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েতের পাথরাডি গ্রামে। সেখানেই তার মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন। কিছু সাম্প্রতিক কালে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিজেপির পক্ষ থেকে নানা অভিযোগ করা হলেও, সেই বিজেপি সাংসদের পরিবারকে দিন স্বাস্থ্য সাথী কার্ডের জন্য লাইনে দাড়াতে দেখা গেল।

অনেকে বলছেন, তৃণমূলের অভিযোগ তাহলে কিছুটা হলেও সত্যি। বিজেপি মুখে যে কথাই বলুন না কেন, তৃণমূলের প্রকল্পের সুবিধা যে বিজেপির হেভিওয়েট জনপ্রতিনিধিদের পরিবারের কাছেও পৌঁছে যাচ্ছে, তাই এই ঘটনাতেই পরিষ্কার হয়ে গেল বলে দাবি করছেন একাংশ। বিশ্লেষকদের মতে, এই ঘটনা তৃণমূলের হাতে নয়া অস্ত্র তুলে দিল। মুখে বিজেপি তৃণমূলের বিভিন্ন প্রকল্প নিয়ে যতই বিরোধিতা করুন, কাজে যে তারা সেই প্রকল্পের সুবিধা পাচ্ছে, জ্যোতির্ময় সিং মাহাতোর পরিবারের স্বাস্থ্য সাথী কার্ডের লাইনে দাঁড়ানোর ঘটনায় কথা তুলে ধরে তৃণমূল যে এবার ব্যাপক প্রচার করবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জ্যোতির্ময়বাবুর ভাইপো প্রতাপ মাহাতো বলেন, “আমরা বিজেপি করি। কিন্তু কার্ড করতে তো বাধা নেই। ব্লক থেকে ওই কার্ড হাতে পেয়েছি। সুবিধা পাব কিনা জানি না। তবে সবাই কার্ড করাচ্ছে। আমিও কার্ড করিয়ে রাখলাম।” অন্যদিকে এই ব্যাপারে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি। তবে এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে অন্য যুক্তি দেওয়া হচ্ছে।

এদিন এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বলেন, “কোথাও কি নোটিশ দেওয়া আছে যে বিজেপি দল করলে স্বাস্থ্যসাথী কার্ড করা যাবেনা! তাহলে আমাদের জিজ্ঞাসা করাটাই অবান্তর। তবে আমার পরিবার কার্ড করেনি। অন্য কে করেছেন, কে করেনি, সেই খবর আমার জানা নেই। এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমরা স্বাস্থ্যসাথী কার্ড বা এই পরিকল্পনাকে তো খারাপ বলছি না। আমরা বিরোধিতা করছে মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজির।” তবে বিজেপি সাংসদের পরিবার এই স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করাতে তৃণমূল যে বাড়তি অক্সিজেন পেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!