এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট বিজেপি সাংসদের নিরাপত্তা বৃদ্ধি! পেছনে রয়েছে কোন কারণ, জেনে নিন!

হেভিওয়েট বিজেপি সাংসদের নিরাপত্তা বৃদ্ধি! পেছনে রয়েছে কোন কারণ, জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দল পরিবর্তন করার পর থেকেই ব্যারাকপুরে বিজেপির ঘাঁটি শক্ত করতে শুরু করেন অর্জুন সিংহ। পরবর্তীতে সাংসদ হওয়ার পর সেই অর্জুন সিংহকে নিয়ে ব্যারাকপুরে মাঝেমধ্যেই শাসক-বিরোধী তরজা রণক্ষেত্রের আকার ধারন করে। সম্প্রতি সেই অর্জুন সিংহের বাড়ির কাছে লাগাতার বোমাবাজির ঘটনা ঘটে। যাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এমনিতেই প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। তবে এবার হেভিওয়েট এই বিজেপি সাংসদের নিরাপত্তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, এতদিন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা ছিল। কিন্তু এবার তা বাড়িয়ে জেড প্লাস ক্যাটাগরি করা হল। একাংশ বলছেন, যেভাবে তার বাসভবন সংলগ্ন এলাকায় মুহুর্মুহু বোমাবাজির ঘটনা ঘটছে, তাতে তাকে আশ্বস্ত করতেই কেন্দ্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বভাবতই গোটা ঘটনাকে কেন্দ্র করে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।ইতিমধ্যেই এই গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “আমার উপর যেভাবে প্রতিনিয়ত আক্রমণ বাড়ছে, তার জন্য কেন্দ্রের পক্ষ থেকে আমাকে বাড়তি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।” বলা বাহুল্য, অর্জুন সিংহ দলবদল করার পর থেকেই ভাটপাড়া সংলগ্ন বিভিন্ন এলাকায় উত্তপ্ত হতে শুরু করেছিল। শাসক- বিরোধী সংঘর্ষ প্রায় লেগেই থাকত। এমনকি গুলি-বোমার লড়াইয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিলেন সাধারন মানুষ। সম্প্রতি আবার নতুন করে সেই এলাকা উত্তপ্ত হতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে কেন্দ্রের পক্ষ থেকে বিজেপি সাংসদের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দিয়ে তার ওপর যাতে কোনো বিপদের আঁচ না আসে, তার ব্যবস্থা গ্রহণ করা হল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!