এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে বাড়ছে চিন্তা, আশঙ্কার কালো ছায়া শাসক দলের অন্দরে!

হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে বাড়ছে চিন্তা, আশঙ্কার কালো ছায়া শাসক দলের অন্দরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তিনি। বয়স হয়ে গেলেও অত্যন্ত সক্রিয় ভাবেই সমস্ত কাজ করতে দেখা যেত তাকে। কিন্তু হঠাৎ করেই সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে। গত শুক্রবার দপ্তরের ট্যাবলো উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত থাকার পর অসুস্থ বোধ করেন তিনি। আর এরপরই তাকে কার্যত অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয় বাইপাসের ধারে এক হাসপাতালে। তবে যত সময় যাচ্ছে, ততই সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে। জানা গিয়েছে, বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। স্বাভাবিকভাবেই তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তাঁর জন্য নানা মহলে চলছে প্রার্থনা।

সূত্রের খবর, বর্তমানে সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। এমনিতেই তার শ্বাসকষ্টের সমস্যা ছিল। তবে বর্তমানে রক্তচাপ এবং ব্রেনের সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি রক্তে অক্সিজেনের পরিমাণ একেবারেই নেমে যাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ‌। ফুসফুসের সিটি স্ক্যান করার পর বুকে ধরা পড়েছে নিউমোনিয়া। সোমবার হেভিওয়েট এই মন্ত্রীর এমআরআই করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। অর্থাৎ যত সময় যাচ্ছে, ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বর্ষিয়ান এবং গুরুত্বপূর্ণ এই সদস্যকে ঘিরে চিন্তা বাড়ছে চিকিৎসক মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু চিকিৎসকদের মধ্যে নয়, ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকেও দ্রুত যাতে সাধন পান্ডের সুস্থ হয়ে ওঠেন, তাঁর জন্য প্রার্থনা শুরু হয়েছে। তার অনুগামীরা ইতিমধ্যেই এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার সুস্থতার কথা বলতে শুরু করেছেন। কিন্তু সাধন পান্ডের বেশ কিছু শারীরিক সমস্যা চিন্তায় রাখছে সকলকে। তাই এই পরিস্থিতিতে ধীরে ধীরে সংকটজনক হয়ে ওঠা সাধনবাবুর স্বাভাবিক জীবনে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে পরিবার-পরিজনরা। কিন্তু কবে পাকাপাকি ভাবে সুস্থ হয়ে ওঠেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!