এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট মুখ কি আসতে চলেছেন তৃণমূলে? প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা!

হেভিওয়েট মুখ কি আসতে চলেছেন তৃণমূলে? প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে জল্পনা ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছিল। শুধু কোচবিহার জেলা নয়। গোটা উত্তরবঙ্গ জুড়ে তিনি চর্চার বিষয়। তিনি আর কেউ নন, গ্রেটার নেতা অনন্ত মহারাজ। আর এবার সেই অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। স্বাভাবিকভাবেই এই সাক্ষাতকে কেন্দ্র করে ক্রমশ গুঞ্জন মাথাচাড়া দিতে শুরু করেছে।

সূত্রের খবর, এদিন চকচকা এলাকায় অনন্ত মহারাজের বাড়িতে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ তার সঙ্গে সময় কাটান তিনি। স্বভাবতই হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা কেন অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। অনেকে বলছেন, কিছুদিন ধরেই অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির দূরত্ব বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে এর আগেও তৃণমূলের অন্যতম নেতা জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সঙ্গে অনন্ত মহারাজের সাক্ষাত হয়েছিল। আর এবার রবীন্দ্রনাথ ঘোষের মতো হেভিওয়েট নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনন্ত মহারাজের বাড়িতে যাওয়ায় জল্পনা আরও দ্বিগুনভাবে তৈরি হল বলেই মত বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই বৈঠকের সত্যতা স্বীকার করে নিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। কেন এই বৈঠক? তাহলে কি অনন্ত মহারাজকে নিয়ে তারা নতুন কিছু ভাবতে চলেছেন? এদিন এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “উনি অসুস্থ। তাই ওনাকে দেখতে গিয়েছিলাম। এর পেছনে অন্য কোনো কারণ নেই।” তবে মুখে রবীন্দ্রনাথবাবু যে কথাই বলুন না কেন, সামনাসামনি সাক্ষাতে তাদের মধ্যে শুধু শারীরিক সুস্থতার খবর নিয়েই আলোচনা হয়েছে, সেই বিষয়টি মানতে নারাজ একাংশ। যার জেরে অনেকে বলছেন, কোচবিহার জেলা শুধু নয়, উত্তরবঙ্গ জুড়ে এখন বিজেপি নানা কৌশল প্রয়োগ করার চেষ্টা করছে।

তাই এই মুহূর্তে অন্যতম নির্ণায়ক শক্তি হিসেবে পরিচিত অনন্ত মহারাজকে নিজেদের দিকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস বিজেপিকে চাপে ফেলার কৌশল অবলম্বন করছে। তাই সেই কারণেই হয়ত বা তার সঙ্গে মাঝেমধ্যেই দেখা করে তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বড়সড় বার্তা। কিন্তু রবীন্দ্রনাথ ঘোষের পক্ষ থেকে অনন্ত মহারাজের কাছে গিয়ে কি বার্তা প্রেরণ করা হল, আগামী দিনে এর পরিপ্রেক্ষিতে অনন্ত মহারাজ কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!