এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হেভিওয়েট নেতাদের দলত্যাগের হিড়িক, পরিস্থিতি সামলাতে আসরে মমতা!

হেভিওয়েট নেতাদের দলত্যাগের হিড়িক, পরিস্থিতি সামলাতে আসরে মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করলে তার পথে অনেকেই হাঁটতে শুরু করবেন বলে প্রথম থেকেই আশঙ্কা করা হয়েছিল। কিন্তু তৃণমূল নেতৃত্ব অবশ্য তাতে গুরুত্ব দেয়নি। তাদের দাবি ছিল, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা। তাই কেউ গেলেও তার সঙ্গে অন্য কেউ পা বাড়াবেন না। কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় একের পর এক হেভিওয়েট নেতাদের ইস্তফা দেওয়ার পড়ে যায়।

জিতেন্দ্র তিওয়ারি থেকে শুরু করে কর্নেল দীপ্তাংশু চৌধুরীর মত দলের হেভিওয়েট নেতারা নিজেদের পদ থেকে ইস্তফা দিতে শুরু করেন। এমনকি বিভিন্ন জায়গায় তৃণমূলের অনেক নীচুতলার নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হতে থাকে। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগদান করেন, তাহলে এই সমস্ত নেতা থেকে শুরু করে কর্মীরা বিজেপিতে নাম লেখাবেন বলে মনে করা হচ্ছে। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে এত সংখ্যক নেতাকর্মী দলত্যাগ করবেন, তা সত্যিই কল্পনা করতে পারেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

তাই এমতাবস্তায় দলত্যাগের হিড়িক আটকাতে এবার আসরে নামতে চলেছেন স্বয়ং দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবার বিকেলে কালীঘাটে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে যেখানে উপস্থিত থাকার কথা সুব্রত বক্সী থেকে শুরু করে ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রশান্ত কিশোরের মত ব্যক্তিদের। আর এই গোটা বৈঠকে উপস্থিত থাকবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন তৃণমূলের দূরত্ব বাড়তে শুরু করেছিল, তখন তৃণমূলের একাংশ তাতে গুরুত্ব দেয়নি। তৃণমূল শীর্ষ নেতৃত্বদের অনেকে এই বিষয়টি নিয়ে গুরুত্ব না দিয়ে উল্টে নাম না করে সেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে শুরু করেছিলেন। যার ফলে তৈরি হয়েছিল সমস্যা। বড় বড় পদে আছেন, তাই তার সঙ্গে লোক আছে বলে তৃণমূলের অনেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছিলেন। আর তারপর থেকেই মন্ত্রী পদ ছেড়ে দেওয়া থেকে শুরু করে বিধায়ক পদ ছেড়ে দিয়ে সাম্প্রতিককালে দলত্যাগের মত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই শুভেন্দু অধিকারীর সাথে পদ না থাকলেও যে অনুগামীরা যথেষ্ট পরিমাণে থাকে, তা তার পদ ছেড়ে দেওয়ার পর বিভিন্ন জেলায় একের পর এক হেভিওয়েট নেতাদের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘটনাতেই কার্যত প্রমাণিত হয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এখানেই আশঙ্কা বৃদ্ধি পেয়েছে, তৃণমূল কংগ্রেসের যদি এভাবে বিভিন্ন জেলাতে বিধানসভা নির্বাচনের আগে সেই শুভেন্দু অধিকারীর পথ ধরে দলের গুরুত্বপূর্ণ নেতারা দল ছাড়তে শুরু করেন, তাহলে কিভাবে আগামী দিনে বিজেপির মোকাবিলা করা যাবে, তা নিয়ে চিন্তার তৈরি হয়েছে শাসকদলের অন্দরমহলে।

আর এই পরিস্থিতিতে গোটা ব্যাপারটিকে মোকাবিলা করতে এবার তৃণমূল নেতৃত্ব বৈঠকে বসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে বৈঠক থেকে এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান বের করার পরিকল্পনা হতে পারে বলে দাবি করছেন একাংশ।অনেকে আবার বলছেন, যেভাবে শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর একের পর এক নেতা তাদের পদ থেকে ইস্তফা দিতে শুরু করেছেন। তাতে দলের শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে না, কারা দলের সঙ্গে থাকবে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠক থেকে দলের সমস্ত নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে দিতে পারেন।

এদিনের বৈঠক থেকে তিনি বুঝিয়ে দিতে পারেন যে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আর এই পরিস্থিতিতে একের পর এক নেতারা যখন দলত্যাগ করছেন, তখন চিন্তাপ্রবণ মমতা বন্দ্যোপাধ্যায় দলের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক আজ কি সিদ্ধান্ত গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!