এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট নেতাকে বহিষ্কার তৃনমূলের, শৃঙ্খলাভঙ্গে কড়া শাসক দল!

হেভিওয়েট নেতাকে বহিষ্কার তৃনমূলের, শৃঙ্খলাভঙ্গে কড়া শাসক দল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী যখন মুর্শিদাবাদ জেলার দায়িত্বে ছিলেন, তখন তার অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশারফ হোসেন। মাঝে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে রাজনৈতিক সভা করছেন, তখন সেই সভা মুর্শিদাবাদে আয়োজন করতে দেখা যায় এই মোশারফবাবুকে। যার পর থেকেই তার অবস্থান নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। স্বাভাবিকভাবেই অনেকেই দাবি করতে শুরু করেন, তিনি বিজেপিতে যোগদান করবেন শুধু সময়ের অপেক্ষা।

আর এই পরিস্থিতিতে এবার শৃঙ্খলাভঙ্গের অপরাধে সেই মোশারফ হোসেনকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই তৃণমূলের এই পদক্ষেপকে কেন্দ্র করে এবার নানা মহলে গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, শৃঙ্খলাভঙ্গে আর বিন্দুমাত্র সময় নষ্ট করতে চায় না শাসক দল। আর তাই এই ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিয়ে আগামী দিন যাতে কেউ দলের ভিতরে থেকে দল বিরোধী কাজ করতে না পারে, তার জন্যই এই ধরনের পদক্ষেপ নিল তৃণমূল বলে মনে করছেন একাংশ।

বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর তৃণমূলে এখন কার্যত সন্দিহান দশা। কেননা এই শুভেন্দু অধিকারী রাজ্যের বেশিরভাগ জেলায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন। সেদিক থেকে তিনি নিজের মত করে টিম গঠন করে নিয়েছিলেন সেই সমস্ত জেলায়। তাই সেই শুভেন্দুবাবু বিজেপিতে নাম লেখানোর পর তার অনুগামীরা কোন পথ অবলম্বন করবেন, তা নিঃসন্দেহে জল্পনার কারণ হয়ে দাঁড়িয়েছে শাসক শিবিরের কাছে।

দলের ভেতরে থেকে অনেকেই যে বিরোধী শিবিরের কাছে দলের অভ্যন্তরীণ খবর পৌঁছে দিচ্ছেন, তা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের মধ্যে। আর এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশারফ হোসেন মন্ডলকে নিয়ে এবার কড়া সিদ্ধান্ত নিয়ে নিল তৃণমূল কংগ্রেস‌। এক্ষেত্রে দল যে কোনোভাবেই শৃংখলার প্রশ্নে আপোস করবে না, তা বুঝিয়ে দিল ঘাসফুল শিবির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, এতকাল তৃণমূল কংগ্রেসে শৃঙ্খলা ছিল না বলে নানা মহলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এমনকি দলে গোষ্ঠীদ্বন্দ্ব সহ একাধিক বিষয়ে তৈরি হলেও অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে তেমন ভাবে পদক্ষেপ নেয় না তৃণমূল কংগ্রেস বলেও নানা মহলের তরফে অভিযোগ করা হত। কিন্তু এবার সেদিক থেকে অনেকটাই চাপে রয়েছে ঘাসফুল শিবির‌। একদিকে নিজেদের দলের শৃঙ্খলা যেমন মজবুত করতে হবে, ঠিক তেমনই বিজেপিকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিতে হবে তৃণমূল কংগ্রেসকে।

তাই তৃতীয়বার রাজ্যের ক্ষমতা দখল করতে এবার দলের শৃঙ্খলা দিকে সবথেকে বেশি নজর দিতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। দলের ভেতরে অনেক নেতাই এখন কিছুদিন আগেই বিজেপিতে চলে যাওয়া এক নেতার অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে কাজ করছেন বলে অভিযোগ আসতে শুরু করেছিল তৃনমূল শীর্ষ নেতৃত্বের কাছে। তাই সেই সমস্ত নেতাদেরকে এখন বহিষ্কার করে দলকে শুদ্ধিকরণ করতে চাইছে ঘাসফুল শিবির।

অনেকেই বলতে শুরু করেছেন, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। আর তাই দলীয় নেতৃত্ব গোটা বিষয়টি বুঝে যাদের জন্য দলের ক্ষতি হচ্ছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার রাস্তায় হাঁটছে। যার চূড়ান্ত ফল দেখা গেল মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতির ক্ষেত্রেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে তৃণমূল দলীয় শৃঙ্খলার প্রশ্নে কড়া সিদ্ধান্ত নিলেও, তা কতটা তাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!