এখন পড়ছেন
হোম > জাতীয় > হেভিওয়েট প্রার্থী দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়াই জারি রাখল এনডিএ বিরোধী শিবির ! সরগরম জাতীয় রাজনীতি !

হেভিওয়েট প্রার্থী দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়াই জারি রাখল এনডিএ বিরোধী শিবির ! সরগরম জাতীয় রাজনীতি !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই এনডিএ  পক্ষ থেকে গত শনিবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা হয়েছে। তবে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিরোধী পদপ্রার্থী হিসেবে কে উঠে আসবেন তা নিয়ে চলছিল জাতীয় রাজনীতির জোর জল্পনা আর এই পরিস্থিতে উপরাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী নির্ণয় করতেই আজ রবিবার এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাড়িতে বিরোধী দলগুলিদের কে নিয়ে একসঙ্গে একটি বৈঠক অনুষ্টিত হয় ।আর আজ সেখান থেকেই এনডিএ প্রার্থীর বিরুদ্ধে লড়াই করার জন্য বিরোধী প্রার্থী হিসেবে নাম উঠে আসলো মার্গারেট আলভার।

প্রসঙ্গ উল্লেখ্য যে মার্গারেট আলভার একজন হেভিওয়েট রাজনৈতিক নেত্রী যিনি পাঁচবারের সংসদ ছিলেন সেই সঙ্গে উত্তরাখন্ড, রাজস্থান ও গুজরাটের রাজ্যপালও ছিলেন । উত্তরাখণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেন মার্গারেট আলভা ফলে সংসদীয় রাজনীতিতে বেশ অভিজ্ঞ তিনি। কাজেই আগামী ৬ই আগস্ট  জগদীপ ধনকড় ও মার্গারেট আলভার উপরাষ্ট্রপতি নির্বাচন লড়াই যথেষ্ট তাৎর্যপূর্ণ হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। যদিও সংসদের সমর্থনের নিরিখে ধনকড়ের জয়ের পথ অনেকটা এগিয়ে থাকেলেও এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন মহিলা রাজ্যপাল মার্গারেট আলভা এই লড়াইয়ে যথেষ্ট বেগ দেবেন বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশ্যের । তবে এখন দেখার বিষয় আগামীতে পরিস্থিতি কোন দিকে মোর নেয় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!