এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যে!

হেভিওয়েট তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগে এমনিতেই বিভিন্ন জায়গায় শাসক বনাম বিরোধীদের সংঘর্ষে উত্তপ্ত হচ্ছে এলাকা। যার ফলে ক্রমশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে দাবি করছেন বিরোধীরা। আর এবার তৃনমূলের এক বুথ সভাপতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের জামালপুর এলাকায়। হঠাৎ করে নির্বাচনের আগে শাসকদলের বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার এখন রিতীমত আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে এলাকা জুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, জামালপুরের বৃষ্নবাটি গ্রামের বাসিন্দা গৌতম ঘোষ তৃণমূলের বুথ সভাপতি। মঙ্গলবার রাত 11 টার সময় তার মোবাইলে একটি ফোন আসে। আর তারপরই তিনি বাইরে বেরিয়ে যান। তবে সারারাত আর বাড়ি ফিরতে দেখা যায়নি গৌতম ঘোষকে। আর এরপরই বসন্তবাটির মসজিদতলার কাছে একটি আমগাছের ডালে এই তৃনমূল নেতার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আর তারপর থেকেই তৈরি হয়েছে শোরগোল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেপ্তারির দাবি তুলতে শুরু করেছে তৃনমূলের কর্মী-সমর্থকরা। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি কর্মীরাই গৌতম ঘোষকে খুন করেছে। আর খুনের পর সেই দেহ ঝুলিয়ে দিয়েছে তারা।

স্বভাবতই এই ঘটনায় ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। এই খুনের কারন ঠিক কি! এর পেছনে কি ব্যক্তিগত কোনো কারণ রয়েছে, নাকি রাজনৈতিক কারণ! এখন তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার নতুন করে প্রশ্ন তুলে দিল গোটা বাংলাজুড়ে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!