এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হেভিওয়েট তৃণমূল নেতা বিজেপিতে যেতেই কংগ্রেস থেকে আগত নেতার উপরেই ভরসা রাখল ঘাসফুল শিবির

হেভিওয়েট তৃণমূল নেতা বিজেপিতে যেতেই কংগ্রেস থেকে আগত নেতার উপরেই ভরসা রাখল ঘাসফুল শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতেই এবার তার ডানা ছাটতে শুরু করল তৃণমূল কংগ্রেস। যেখানে সেই তৃণমূল নেতার জায়গায় দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া এক নেতাকে। অর্থাৎ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাকে কাবু করতে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া নেতাকেই বড় ভরসা করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এখন আলোড়ন সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর জেলা রাজনীতিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিকচন্দ্র পাল যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। আর এরপরই সেই কার্তিকবাবুকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্বাভাবিক ভাবেই কার্তিকবাবুর বদলে নতুন করে কে কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক হবে, এখন তা নিয়েই ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিশেষ সূত্র মারফত খবর, কালিয়াগঞ্জ শহরের প্রাক্তন কাউন্সিলার সচিন সিংহ রায় এই প্রশাসক পদে বসতে পারেন। বস্তুত, এই শচীনবাবু কালিয়াগঞ্জ শহরের 11 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমে কংগ্রেসের টিকিটে জয়লাভ করলেও, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি‌। স্বাভাবিক ভাবেই বর্তমানে কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিকবাবু বিজেপিতে যোগ দিতেই থাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর কার্তিকবাবুকে সরিয়ে তার পদে কংগ্রেস থেকে আগত নেতাকেই বসানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে খবর। এদিকে তাকে সেই পদ থেকে সরালে কালিয়াগঞ্জে জোরদার আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কার্তিক চন্দ্র পাল।

এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “তৃণমূল কংগ্রেস বরাবর এই ধরনের রাজনীতি করে থাকে। ক্ষমতা নিজেদের দখলে রাখার জন্য আগে তৃণমূল নেতাদের প্রশাসকমন্ডলীতে বসানো হয়েছিল। পরবর্তীতে যারা দল ছেড়ে গিয়েছেন, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কার্তিকবাবুর ক্ষেত্রে যদি এমনকিছু ঘটে থাকে, তবে আমরা ধিক্কার আন্দোলনে নামব।” যদিও বা বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, এটা সরকারি সিদ্ধান্ত। তবে সরকারের পক্ষ থেকে যদি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় যে কার্তিকবাবুকে সরিয়ে দেওয়া হবে, তাহলে বিজেপির পক্ষ থেকে ব্যাপক আন্দোলন করা হবে, তা একপ্রকার নিশ্চিত। কিন্তু কার্তিকবাবুকে সরিয়ে যদি কংগ্রেস থেকে আগত শচীনবাবুর মত নেতাকে প্রশাসক পদে দায়িত্ব দেওয়া হয়, তাহলে তা নিয়ে রাজনৈতিক পারদ ক্রমশ বৃদ্ধি পেতে পারে কালিয়াগঞ্জ শহর জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!