এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হেভিওয়েট কংগ্রেস নেতাকে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেল রাজ্য পুলিশ! ক্রমশ বাড়ছে জল্পনা

হেভিওয়েট কংগ্রেস নেতাকে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেল রাজ্য পুলিশ! ক্রমশ বাড়ছে জল্পনা


রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে “গণতন্ত্র হরণ করা হচ্ছে” বলে বিজেপির তরফ অভিযোগ তুলে যখন শোরগোল তোলা হচ্ছে, ঠিক তখনই এবার কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারিতে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হল। বস্তুত, কিছুদিন আগেই কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কিছু পোস্ট করেন।

আর এরপরই কংগ্রেস নেতার এই পোস্টে বেশ কিছু আপত্তিকর কথা রয়েছে, এই অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সন্ময়বাবুর ইলিয়াস রোডের বাড়ি থেকে পুরুলিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা তাকে গ্রেফতার করেন।

আর এরপর রাতে তাকে পুরুলিয়া নিয়ে যাওয়া হলে কংগ্রেস কর্মী সমর্থকরা সেই খবর পাওয়ার সাথে সাথেই তারা তীব্র প্রতিবাদে গর্জে ওঠেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে আশ্চর্যজনকভাবে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পুরুলিয়া নিয়ে যাওয়ার পর একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে বলে খবর পাওয়া যায়। আর যা নিয়ে এখন তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে। জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে বহু খোঁজখবর করেও তাঁর খোঁজ পাওয়া যায়নি! কিন্তু কোথায় কংগ্রেসের এই হেভিওয়েট নেতাকে লুকিয়ে রেখেছে পুলিশ! কেনই বা এভাবে তাকে লুকিয়ে রাখা হচ্ছে!

এদিন এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাতো বলেন, “আমাদের নেতা সন্ময়কে কোথায় রাখা হয়েছে খোঁজ নেই। তার পরিবারের লোকজন এখানে এসেছেন। কিন্তু কেউ তার খোঁজ পেতে ব্যর্থ।” আর এখানেই একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে যে, যদি সন্ময়বাবু দোষ করে থাকেন, তাহলে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কিন্তু কেন তাকে লুকিয়ে রাখা হচ্ছে! কেন তার সাথে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না! তাহলে কি এটা গণতন্ত্র ধ্বংসের পরিচয় নয়! সব মিলিয়ে এখন কংগ্রেস নেতৃত্ব এবং সন্ময় বন্দোপাধ্যায়ের পরিবারের দাবির ভিত্তিতে আদৌ সেই সন্ময়বাবুকে প্রকাশ্যে আনে কিনা প্রশাসন, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!