এখন পড়ছেন
হোম > রাজ্য > হাইকোর্টের নির্দেশ মানতে অস্বস্তি? ফের আদালতের দ্বারস্থ রাজ্য!

হাইকোর্টের নির্দেশ মানতে অস্বস্তি? ফের আদালতের দ্বারস্থ রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে গোটা রাজ্যজুড়ে। বিরোধী দল বিজেপি থেকে শুরু করে রাজ্যপাল, প্রত্যেকেই সরকারের পক্ষ থেকে কেন এই হিংসার ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। পরবর্তীতে এই গোটা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়। যে মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে জেরে রীতিমতো চাপে পড়ে যায় রাজ্য সরকার। ইতিমধ্যেই মানবাধিকার কমিশনকে জাতীয় আক্রান্তদের কথা শোনার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

পাশাপাশি সেই মানবাধিকার কমিশন এই ব্যাপারে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার পর আরও একটি নির্দেশ দিয়েছে আদালত। যেখানে প্রত্যেকটি ঘটনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যার জেরে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এই পরিস্থিতিতে এবার পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে দেখা গেল রাজ্য সরকারকে। যেখানে কিছুদিন আগেই হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তার পুনর্বিবেচনার আর্জি জানানোর উদ্যোগ নিল রাজ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সেই আবেদন পুনর্বিবেচনা করার আর্জি নিয়ে আবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। মূলত সম্প্রতি মানবাধিকার কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে বাংলায় যে এই হিংসার ঘটনা ঘটছে, সেই কথা স্পষ্ট হয়ে ফুটে এসেছে। আর তারপরেই সেই হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যে হিংসা নিয়ে একদিকে মানবাধিকার কমিশনের রিপোর্ট এবং অন্যদিকে আদালতের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের নির্দেশে যথেষ্ট ব্যাকফুটে পড়ে যায় রাজ্য সরকার। তাই নিজেদের অস্বস্তিকে ঢাকতে এবার ফের আদালতে সেই নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি নিয়ে ফের আদালতের দ্বারস্থ বঙ্গ প্রশাসন।

স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যখন আবার আদালতের দ্বারস্থ হয়েছে, তখন এই ব্যাপারে আদালত কী নির্দেশ দেয়, অবশ্যই তা লক্ষণীয় বিষয় বলেই মনে করা হচ্ছে। খুব দ্রুত এই ব্যাপারে মামলার শুনানি হতে পারে। তবে যদি কলকাতা হাইকোর্ট তাদের আগেকার সিদ্ধান্ত বহাল থাকে, তাহলে রাজ্য সরকার আরও ব্যাকফুটে পড়ে যাবে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!