এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হাইকোর্টের বিচারপতির নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন অভিষেকের, বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য রাজনীতি মহলে

হাইকোর্টের বিচারপতির নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন অভিষেকের, বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিল তৃণমূল। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের এই ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলা বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে চলে যায়। তাঁর বেঞ্চ থেকে মামলা সরানোর দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন যে, দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে একাধিক মামলা লড়েছেন কৌশিক চন্দ। তাই তাঁর বেঞ্চে মামলা হলে তা পক্ষপাত দুষ্ট হবার আশঙ্কা রয়েছে। এরপর নিজেই মামলা থেকে সরে গিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ।

এবার আবার বিচারপতি কৌশিক চন্দর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতির নিরপেক্ষতা নিয়েই তুলে দিয়েছেন বিরাট প্রশ্ন চিহ্ন। একটি ছবি দিয়ে টুইট করেছেন তিনি। যে ছবিতে দেখা যাচ্ছে যে, বিজেপির লিগ্যাল সেলের মঞ্চে বক্তব্য রাখছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর পেছনেই বসে রয়েছেন কৌশিক চন্দ। এই টুইটে তিনি একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, “বিষন্ন অবস্থা নতুন ভারত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই টুইট তীব্র চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজনীতি মহলে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ভোট-পরবর্তী হিংসার মামলায় আদালতের রায় পক্ষপাত দুষ্ট হতে পারে বলে, ইঙ্গিত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার অনেকে এটাও মনে করছেন যে, বিচারপতি কৌশিক চন্দর পূর্ববর্তী রাজনৈতিক ইতিহাস টেনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করতে চেয়েছেন যে, বিজেপি নিজের পছন্দের লোকদেরই বসায় উচ্চপদে।

প্রসঙ্গত, কৌশিক চন্দ একসময় ছিলেন হাইকোর্টের আইনজীবী। হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ছিলেন তিনি। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে উন্নীত হন তিনি। এবার তাঁর নিরপেক্ষতা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!