এখন পড়ছেন
হোম > অন্যান্য > আলুর ছেঁকায় পুড়ছে হাত? চিন্তা নেই, মমতা আছেন! সাধারণ স্বস্তি দিতে নবান্নের বিশেষ নির্দেশিকা

আলুর ছেঁকায় পুড়ছে হাত? চিন্তা নেই, মমতা আছেন! সাধারণ স্বস্তি দিতে নবান্নের বিশেষ নির্দেশিকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  পশ্চিমবঙ্গে দিনদিন যেমন করোনার সংক্রমণ যেমন বাড়ছে , তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাজারের শাক-সবজির দাম।সমস্ত শাক-সবজির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে । কিন্তু সকলকে টপকে প্রতিযোগিতায় এগিয়ে গেছে আলুর দাম। অন্যান্য সবজি ছাড়াও কোনক্রমে চলে যায় বাঙালির, কিন্তু আলু ছাড়া বাঙালির পাত ভাবাই যায় না। আলু, মাছ ছাড়া দিন কাটে না খাদ্যরসিক বাঙালির।

কিন্তু আলুর দাম ক্রমাগত বাড়তে থাকায় কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্ত বাঙালির।আগুন হয়ে উঠেছে যেন আলুর দাম, তা সে শহর কলকাতাই হোক কিংবা গ্রামবাংলার কোন হাট।সর্বত্র একই দশা।৩০ টাকার নিচে কোন আলু নেই । জ্যোতি আলু ৩০ টাকা, চন্দ্রমুখী বা শ্বেত আলু আরো দুর্মূল্য, যা ৩৫ টাকা। তাই আলু কিনতে গিয়ে মধ্যবিত্তের ফাঁকা হাড়ি বাজানোর দশা। এই অবস্থায় বাড়তে থাকা আলুর দাম নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। নবান্নের এক বৈঠকে তিনি আলুর দাম নিয়ে আলোচনা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, মাত্র ৫ দিনের মধ্যে কমাতে হবে আলুর দাম। রবিবার থেকে যেন বাংলার সমস্ত বাজারে ২৫ টাকা কেজি দ্বরে আলু পাওয়া যায়।তাঁর নির্দেশের লংঘন করা হলে সরকার কড়া পদক্ষেপ নেবে।সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ও জানিয়ে দিয়েছেন যে, কোন কোল্ড স্টোরেজে ৪০ বস্তার বেশি আলু মজুত করা যাবে না।

আলুর এই দাম বাড়ার কারণ কি? উৎপাদনের ঘাটতি যে নয় সে কথা বলাই বাহুল্য। আসলে উৎপাদিত আলুর এক বিরাট অংশ সঞ্চিত হয় কোল্ড স্টোরেজে, বেশি লাভের আশায়। তার উপরে চলে আলুর বিরাট রপ্তানি।বাংলার আলু পাড়ি দেয় বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগড় ও ওড়িশায়।ফলে যা হবার তাই হয়, বাজারে থাকা অল্প পরিমানের আলু ক্রেতাদের চাহিদা মেটাতে পারে না।যা থেকে শুরু হয় অভাব, বাড়ে দাম। যাই হোক আলু নিয়ে মুখমন্ত্রী তথা সাকার এই ঘোষণায় আশার আলো দেখা যাচ্ছে মধ্যবিত্ত বাঙালির মনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!