এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হাইভোল্টেজ নির্বাচনের আগেই আবার বড়োসড়ো ধাক্কা তৃণমূলে, বহু সাঙ্গপাঙ্গ নিয়ে দল ছাড়লেন হেভিওয়েট

হাইভোল্টেজ নির্বাচনের আগেই আবার বড়োসড়ো ধাক্কা তৃণমূলে, বহু সাঙ্গপাঙ্গ নিয়ে দল ছাড়লেন হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের কিছুটা পূর্ব থেকেই শাসকদল তৃণমূলে ক্রমশ বিক্ষোভ, ভাঙ্গন ও ধ্বস, যে অবস্থা এখনো তেমন বদলায়নি। আগামীকাল রয়েছে নন্দীগ্রামের হাইভোল্টেজ নির্বাচন। যেখানে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। আর এই আবহেই উত্তরবঙ্গে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। তৃণমূলের জনপ্রিয় হেভিওয়েট নেতা নিজের ২০০০ কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে তৃণমূল ছেড়ে দিয়ে যোগদান করলেন বিজেপিতে।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলা একসময় ছিল সিপিএমের লাল দুর্গ। তবে রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা। বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছিল। তবে, গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই হাওয়া বদলাতে শুরু করে। জেলায় প্রভাব বাড়তে থাকে বিজেপির। গতকাল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বড়সড় ভাঙ্গন দেখা দিল রাজ্যের শাসক দল তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন গঙ্গারামপুর টাউনের তৃণমূল সভাপতি ও সেইসঙ্গে পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক বর্ধন। জনপ্রিয় এই নেতার বেশ কিছুদিন ধরেই সম্ভাবনা চলছিল বিজেপিতে যোগদানের। গতকাল সেটাই সত্যি হলো। গতকাল, গঙ্গারামপুর বাসস্ট্যান্ডের সামনে বিজেপির দলীয় কার্যালয়তে এক সভার আয়োজন করা হয়েছিল। যে সভাতে যোগদান করেছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়।

তাঁদের নেতৃত্বে তৃণমূল নেতা অশোক বর্ধনের বিজেপিতে যোগদান। অশোক বাবুর সঙ্গে সঙ্গে বিজেপিতে যোগদান করলেন তাঁর অনুগামী ২০০০ তৃণমূল কর্মী। গতকাল হেভিওয়েট তৃণমূল নেতা ও ২০০০ কর্মী একসঙ্গে বিজেপিতে যোগদান করায়, কার্যত উৎসবের মেজাজে ছিল বিজেপি শিবির। বিজেপিতে যোগ দেবার পর অশোক বাবু সরাসরি তোপ দাগলেন তাঁর পূর্ব তৃণমূলকে।

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি জানালেন যে, তৃণমূলে থেকে আর কাজ করা সম্ভব হচ্ছিল না। তৃণমূল দলটাই ভরে গেছে দুর্নীতিতে। এই কারণে নিজের ভাবমূর্তি বজায় রাখতে বিজেপিতে যোগদান করলেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করতে কোমর বেঁধে নেমে পড়বেন তিনি। নির্বাচনের মুখে গতকাল গঙ্গারামপুরে যেভাবে ধ্বস নামল তৃণমূলে। তাতে, জেলায় যথেষ্ট বিপাকে পড়তে পারে রাজ্যের শাসক দল তৃণমূল, এমনটাই একাধিক বিশ্লেষকের দাবি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!