এখন পড়ছেন
হোম > রাজ্য > হাইকোর্টের নির্দেশে 2014 সালের টেট নিয়ে বড় জটিলতার আশঙ্কা

হাইকোর্টের নির্দেশে 2014 সালের টেট নিয়ে বড় জটিলতার আশঙ্কা

হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালের টেস্ট পরীক্ষা নিয়ে বড়োসড়ো জটিলতার আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। পরীক্ষার প্রশ্ন নিয়ে যে বিতর্ক ছিল তা মেনে নিল কলকাতা হাইকোর্ট এবং পাশাপাশি একটি রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। সেই রিপোর্ট দিতে হবে ১৯ তারিখ তারপরেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত এমনটাই জানা গেছে।

 

জানা গেছে সেই রিপোর্ট তৈরি করার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দিয়েছে আদালত এবং সেই রিপোর্ট ১৯ সেপ্টেম্বরের মধ্যে একটি মুখবন্ধ খামে আদালতে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত টেট পরীক্ষার মাধ্যমেই এ রাজ্যে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ করা হয়। আর সেই নিয়ে জটিলতায় অনেকগুলি মামলা করা হয়েছে হাইকোর্টে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এ মামলাও তার মধ্যে অন্যতম। ২০১৪ সালে টেট পরীক্ষা হয়েছিল ২০১৫ তে। কয়েক লক্ষ পরীক্ষার্থী সেই পরীক্ষা দিয়েছিলেন এবং পরীক্ষার মেধা তালিকা প্রকাশও হয়ে যায়। কিন্তু টেট পরীক্ষায় নেওয়া ১১ টি প্রশ্ন ঘিরে বিতর্ক সৃষ্টি হয় যার জেরে আদালতে এই মামলা। মামলাকারী অভিযোগ করেছিলেন যে তিনি সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন কিন্তু তার উত্তর নাকচ করে দিয়েছেন পরীক্ষক।

সেই মামলার ভিত্তিতেই আদালতের বক্তব্য ওই ১১টি প্রশ্নের উত্তর সঠিক কিনা তা খতিয়ে দেখা দরকার এবং তার জন্যই বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি কমিটি গঠন করবেন এবং ১৯ সেপ্টেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে।

আর এই নিয়েই শুরু হয়েছে টানাপোড়েন। কেননা শিক্ষা মহলের আশঙ্কা মামলাকারী যদি সঠিক উত্তর দেন আর সেটা যদি প্রমাণিত হয়, যে মামলার কারীর উত্তরই সঠিক তবে কিন্তু এই নিয়ে জলঘোলা হতে পারে। কেননা মেধাতালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে কিন্তু তা বাতিল করে নতুন মেধাতালিকা প্রকাশিত করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!