এখন পড়ছেন
হোম > রাজ্য > হাইকোর্ট-এর রায়ে দ্বিধাবিভক্ত বিজেপির অন্দরমহল,বাড়ছে জল্পনা

হাইকোর্ট-এর রায়ে দ্বিধাবিভক্ত বিজেপির অন্দরমহল,বাড়ছে জল্পনা


  পঞ্চায়েত নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে তা নিয়েই ভিন্ন মত শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মামলা বিজেপি নেতা প্রতাব বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এদিন হাইকোর্ট- এর রায় এর পর দিলীপবাবু তাঁর প্রতিক্রিয়ায় বলেন যে, ” পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ে আমরা খুশি।” পাশাপাশি তিনি আরো জানান যে ১৪ তারিখ ভোট হবে সেটা ধরে নিয়েই প্রস্তুতি শুরু করেছিল বিজেপি। সাথে তিনি স্পষ্ট করে দেন যে যেদিনই ভোট হোক না কেন, বিজেপি লড়বে , বিজেপি জিতবেও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু এদিন হাইকোর্ট চত্বরের বাইরে দাঁড়িয়ে বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান যে, “আদালত আজ যে রায় দিল, তাতে আমরা খুশি নই। বরং ভোটের নিরাপত্তার বিষয়ে আমরা শঙ্কিত।” সাথে তিনি এও বলেন যে, “আদালত কার্যত স্বীকার করে নিয়েছে ভোটে হিংসা হবে। আদালত বলেছে, ২০১২ সালের নির্বাচনের তুলনায় এবার বেশি হিংসা হলে, ক্ষতিপূরণ দিতে হবে। এক্ষেত্রে আদালতের কাছেই আমার প্রশ্ন, কোন বছর বেশি হিংসা হল, তা কে নির্ধারণ করবে?” ফলে প্রশ্ন উঠেছে যে একই দলের দুই হেভিওয়েট নেতা দুই রকম বক্তব্য দিলেন কি করে ? যেখানে সভাপতি বলছেন যে হাইকোর্ট এর রায়ে খুশি তাঁরা। সেখানে বিজেপি নেতা বলছেন যে তাঁরা খুশি নয়। কেন সভাপতির মতে সাথে হচ্ছে না মিল তা নিয়েও উঠছে প্রশ্ন। অন্যদিকে বিরোধীরাও প্রশ্ন তুলছেন যে সভাপতিki শুধু নিজের মতেই চলেন দলে কে কি বললো তার কেন খবর রাখেন না ,বা অন্যদের মতকে গুরুত্ত্ব দেন না। যদিও এই নিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!