এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হাইকোর্টের নির্দেশে তীব্র অস্বস্তিতে সিবিআই, আপাত স্বস্তিতে অভিযুক্ত

হাইকোর্টের নির্দেশে তীব্র অস্বস্তিতে সিবিআই, আপাত স্বস্তিতে অভিযুক্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই কয়লা পাচার কান্ড ঘিরে চলছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সিবিআই তদন্ত চালাচ্ছে। কয়লা পাচার কান্ডের সূত্রে নাম উঠে এসেছিল তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের। দীর্ঘদিন যাবৎ তিনি বেপাত্তা হয়েছিলেন। সিবিআইয়ের হাতে এসেছিল তাঁর ভাই বিকাশ মিশ্র। কিন্তু এবার হাইকোর্ট থেকে নতুন নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তীব্র অস্বস্তিতে।

হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে কয়লা পাচার কাণ্ডে জড়িত অন্যতম ব্যক্তি বিনয় মিশ্রকে এখনই গ্রেপ্তার করতে পারবেনা তদন্তকারীরা। তবে সেক্ষেত্রে কিছু শর্ত আরোপিত হয়েছে। সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হবে বিনয় মিশ্রকে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত স্বস্তিতে বিনয় মিশ্র।

সিবিআই এর তরফ থেকে দাবি করা হয়েছে, কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি অরফে লালা এবং গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে বিনয় মিশ্রের যোগ আছে। আর সে কারণেই বিনয় মিশ্রকে বহুবার সিবিআই দপ্তরে তলব করা হয়। কিন্তু প্রত্যেকবারই গরহাজির থাকেন তিনি। গত মার্চ মাসে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়লা পাচারে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র।

এই মামলায় তাঁর বিরুদ্ধে এফআইআর জারি করা হয়েছিল। তা বাতিলের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। প্রসঙ্গত, আসানসোলের একটি আদালতে সিবিআই বিনয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার এবং ওয়ারেন্ট জারি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথ্য জোগাড়ের উদ্দেশ্যে একাধিকবার বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি চালানো হয়। কিন্তু বাড়ি থেকে বিনয় মিশ্রকে তো খুঁজে পাওয়া যায়নি, এমনকি বিনয় মিশ্র কোথায় রয়েছেন সে সম্পর্কে কোনোরকম ধারণাই নেই তদন্তকারীদের। বিনয় মিশ্রকে খুঁজে না পেয়ে তাঁর ভাই বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করে সিবিআই।

সূত্রের খবর, বিকাশ মিশ্রকে জেরা করে সিবিআই গোয়েন্দারা কোন তথ্যই বার করতে পারেননি। উপরন্তু বিকাশ মিশ্র শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। খুব স্বাভাবিকভাবেই হাইকোর্টের নির্দেশে আপাত স্বস্তিতে কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বলে চিহ্নিত বিকাশ মিশ্র।

তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত সিবিআই এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত অনুপ মাঝি ওরফে লালাকেও  শীর্ষ আদালতের পক্ষ থেকে এভাবেই গ্রেপ্তার করতে না পারার মত নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায়, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত হিসেবে যাদের নাম করা হয়েছে তাঁরা কিন্তু একে একে হাইকোর্টের সিদ্ধান্তকে হাতিয়ার করে সিবিআইয়ের হাতছাড়া হচ্ছে। এই অবস্থায় সিবিআই নতুন কি পদক্ষেপ গ্রহণ করে!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!