এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > হাইকোর্টের রায় মেনে এবার আসরে নামছে সিবিআই, তৈরী হচ্ছে রাজ্য সরকারও

হাইকোর্টের রায় মেনে এবার আসরে নামছে সিবিআই, তৈরী হচ্ছে রাজ্য সরকারও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট ভোট পরবর্তী হিংসা নিয়ে গতকাল কলকাতা হাইকোর্ট দিয়েছে উল্লেখযোগ্য রায়। আর তারপরেই শুরু হয়েছে হাইকোর্টের রায় মানার তৎপরতা। বেশ কিছুদিন যাবৎ শুনানী চলার পর গতকাল হাইকোর্টের তরফ থেকে ভোট পরবর্তীকালীন যাবতীয় হিংসার ঘটনার তদন্তের দায়ভার তুলে দেওয়া হয়েছে সিবিআই এবং সিটের হাতে। সেই অনুযায়ী এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নিজেদের টিম তৈরি করে তদন্তের কাজে নামতে চলেছে। অন্যদিকে হাইকোর্টের রায় নিয়ে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক টানাপোড়েন। কার্যত বিজেপি যেখানে হাইকোর্টের এই রায়কে দরাজ গলায় স্বাগত জানিয়েছে।

ঠিক বিপরীতে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই রায় নিয়ে একাধিক সন্দেহ প্রকাশ করা হয়েছে। কার্যত মানবাধিকার কমিশনের আবেদন অনুযায়ী হাইকোর্ট এই মামলার পুরো তদন্তভার তুলে দিল সিবিআইয়ের হাতে। শুক্রবার রাজ্যের ভোট পরবর্তী হিংসা কাণ্ডের তদন্তের জন্য সিবিআই এর তরফ থেকে টিম তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। হাইকোর্টের নির্দেশ মানতে তড়িঘড়ি তাঁরা আসরে নামতে চাইছে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কার্যত গতকাল তৃণমূল সাংসদের তরফ থেকে ইঙ্গিত মিলেছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে তা নিয়ে কোনো ঘোষণা করা হয়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্য সরকার পুরো বিষয়টি নিয়ে ‘ধীরে চলো’ নীতি নিয়েছে। প্রসঙ্গত, একদিকে যখন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে তৃণমূলের কুনাল ঘোষ পাল্টা জানিয়েছেন, শিরোনাম দেখেই লাফানো ঠিক নয়। কার্যত তিনি দাবি করেছেন, এখনো অনেকটা পথ বাকি। আর ঠিক এই জায়গা থেকেই মনে করা হচ্ছে, তৃণমূল পুরো বিষয়টি ধীরেসুস্থে অনুধাবন করে তারপরেই পদক্ষেপ নিতে চলেছে। অন্যদিকে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, মোট চারটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছে। যার প্রতিটিতে একজন করে জয়েন্ট ডিরেক্টর, একজন ডিআইজি, চারজন এসপি থাকবেন। বাংলার অফিসারদের এক্ষেত্রে রাখা হচ্ছেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য জয়পুর, ভূপাল, লখনৌ, চন্ডিগড়, চেন্নাই, দেরাদুন, দিল্লি, অসম, উড়িষ্যা থেকে অফিসাররা আছেন। তবে কোথায় তাঁদের সদরদপ্তর হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অন্যদিকে সিবিআই এর তরফ থেকে ইতিমধ্যেই কলকাতা রাজ্য পুলিশের কাছে যাবতীয় নথি চেয়ে পাঠানো হয়েছে। হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই এবং সিটকে তদন্তে সাহায্য করতে হবে। অন্যদিকে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন আইন মন্ত্রী মলয় ঘটক, আইনজীবী সঞ্জয় বসুসহ অন্যান্যরা। কার্যত আইনানুগ পথেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে তৃণমূলের পক্ষ থেকে। সূত্রের খবর, তদন্তে কোন সমস্যা থাকার কথা মনে করছেন না রাজ্য সরকার।

কিন্তু কোর্টের রায় আপত্তি করার মতো একাধিক বিষয় রয়েছে। তৃণমূলের বক্তব্য জাতীয় মানবাধিকার কমিশন শুধুমাত্র বিজেপির ওপর তৃণমূলের অত্যাচার হয়েছে এ ধরনের বিষয় তুলে ধরেছে। কিন্তু পাল্টা বিভিন্ন জায়গায় তৃণমূলের ওপরেও বিজেপি অত্যাচার চালিয়েছে, সে কথা বলা হয়নি। আর এবার সেইসব সামনে আসার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর উত্তরবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে বিজেপির হামলার। কার্যত প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর ওপরেও গেরুয়া দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এবার তদন্তের সূত্রে সমস্ত তথ্য তৃণমূল সামনে নিয়ে আসতে চলেছে। কার্যত এই তদন্তের সূত্রে নতুন আর কি কি তথ্য সামনে আসে সেদিকে নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!