এখন পড়ছেন
হোম > রাজ্য > পাহাড়ে উন্নয়ন নিয়ে বেজায় অখুশি, দিলেন কড়া বার্তা

পাহাড়ে উন্নয়ন নিয়ে বেজায় অখুশি, দিলেন কড়া বার্তা


মুখ্যমন্ত্রীর পাহাড় সফর কালে দার্জিলিঙ জেলার বিভাজনের পাশাপাশি পাহাড়বাসীকে নব উদ্যোমে আগামী দিনে পথ চলার আহ্বান জানালেন। বুধবার জিটিএ-র পর্যালোচনা বৈঠকে পর্যটন দফতরের সমালোচনার মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন তাঁর সরকার কাজ চায় আর কাজ করলেই রয়েছে পুরস্কার নচেৎ নয়। মুখ্যমন্ত্রী এদিন জিটিএ অফিসে জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং সহ পাহাড়ের অন্যান্য বোর্ডের নেতৃত্বের উপস্থিতিতে দুই জেলাকে নিয়ে পর্যালোচনা বৈঠক করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সরকারের তরফে মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে ছিলেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিভিন্ন সরকারী দফতরের অধিকর্তারা। এদিন পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী কার্যতই স্পষ্ট করে বলেন সরকারের তরফে প্রত্যেক বোর্ডকে উন্নয়ন খাতে যে টাকা দেওয়া হচ্ছে, তার হিসেব দাখিল করতে হবে। নিয়মিত অডিট করতে হবে। এইসব হিসেব বিশদে বিবেচনা করেই ভবিষ্যতের ফান্ড প্রস্তুত করা হবে। এই কাজে কোনো অনিয়ম তিনি বরদাস্ত করবেন না বলেও জানালেন। এছড়াও তিনি এদিন প্রতিটি বোর্ডকেই দুর্নীতি-অনিয়ম থেকে দূরে থাকার দুর্নীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!