হিমঘরে পর্যাপ্ত আলু আটকে রাখা কেন? মূল্যবৃদ্ধি নিয়ে বড় নির্দেশ মমতার! কলকাতা রাজ্য July 9, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রবল মূল্যবৃদ্ধির ফলে রীতিমত নাজেহাল বাংলার সাধারণ মধ্যবিত্ত মানুষরা। আর এই পরিস্থিতিতে আজ নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠক থেকে হিমঘরে এত আলু পড়ে রয়েছে কেন, তা নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে বড় ব্যবসায়ীদেরও কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গত, আজ নবান্নের বৈঠকে হিমঘরে পর্যাপ্ত আলু থাকা নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বড় ব্যবসায়ীদের একটা অংশ হিমঘর এবং কোল্ড স্টোরেজে আলু আটকে রাখছেন। কেন রাজ্যের হিমঘরগুলিতে এত বিপুল পরিমাণ আলু পড়ে রয়েছে?” একাংশ বলছেন, এই বড় ব্যবসায়ীরা হিমঘরে আলু আটকে রাখার কারণেই তার দাম বাড়তে শুরু করেছে। আর সেটা ধরতে পেরেই হিমঘরে থাকা আলু বাজারে নিয়ে আসার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার মতামত জানান -