এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হিন্দি ভাষা নিয়ে মোদিকে আক্রমণ মমতার! জেনে নিন

হিন্দি ভাষা নিয়ে মোদিকে আক্রমণ মমতার! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। তাই বাইরের হিন্দিভাষী নেতাদের নিয়ে এসে বাংলা দখলের চেষ্টা করছে। এক্ষেত্রে বিজেপির বাংলার কোনো মুখ নেই বলে কটাক্ষ করে একাংশ। তবে বিজেপির পক্ষ থেকে অবশ্য অভিযোগ করা হয়েছে, ভারতবর্ষ হিন্দুরাষ্ট্র। সেদিক থেকে গোটা দেশের মধ্যে থেকে যদি কোনো হিন্দি ভাষাভাষী মানুষ তাদের নেতা হিসেবে পশ্চিমবাংলায় আসেন, তাহলে দোষের কী!

তবে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দি ভাষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে দেখা গেছে। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূল ভবনে হিন্দিভাষী সংগঠনের সঙ্গে বৈঠক করে হিন্দি ভাষা নিয়ে বিজেপি এবং নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ভবনে হিন্দিভাষী সংগঠনের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখার সময় নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে দেখা যায় তাকে। তিনি বলেন, “ওরা আমাকে কি হিন্দি শেখাবে! আমি কান ধরে ওদের হিন্দি শেখাবো। বাংলার মতোই হিন্দি ভাষা শেখার অধিকার আমার আছে। উনি তো টেলিপ্রম্পটার দেখে বক্তব্য রাখেন। গুজরাটি ছাড়া কিছুই জানেন না। আমি হিন্দি পড়তে পারি।”

একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভাষা নিয়ে বিজেপিকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, এই ভাষার প্রতি তার যথেষ্ট দখল রয়েছে। এক্ষেত্রে সামনে বিধানসভা নির্বাচনের আগে বাংলার হিন্দিভাষী মানুষদের মন পেতে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্য পেশ করলেন বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন নির্বাচনের আগে সকল শ্রেণীর মানুষের মন পেতে তৎপর হয়ে উঠেছেন। সেদিক থেকে বিজেপির সর্বভারতীয় স্তরের হিন্দিভাষী নেতারা রাজ্যে আসার সাথে সাথেই তারা বাংলার সংস্কৃতি জানে না বলে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর হিন্দিভাষী নেতাদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ করা শুরু করলে বাংলার হিন্দিভাষী মানুষদের সমর্থন যে তাদের দিকে নাও থাকতে পারে, এই বিষয়টি হয়ত বা বুঝতে পেরেছেন তৃণমূল নেত্রী।

যার কারণে তৃণমূল ভবনে হিন্দিভাষী সংগঠনের সঙ্গে বৈঠক করে তাদের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করলেন তিনি। এক্ষেত্রে হিন্দি ভাষার প্রতি যে তার যথেষ্ট দল রয়েছে, সেই বিষয়টি তুলে ধরে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ নির্বাচনের আগে হিন্দিভাষী মানুষদের মনে জায়গা করে নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!