এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হিন্দিভাষী বিজেপি নেতাদের বহিরাগত বললেও ভোট টানতে রানিগঞ্জে হিন্দিতে ভাষণ মমতার, জেনে নিন

হিন্দিভাষী বিজেপি নেতাদের বহিরাগত বললেও ভোট টানতে রানিগঞ্জে হিন্দিতে ভাষণ মমতার, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন বিজেপিকে বহিরাগত বলে কটাক্ষ করে এসেছেন শাসকদল। এবার সেইখানেই রানীগঞ্জে হিন্দিতে ভাষণ দিয়ে বক্তব্য রাখতে শোনা গেল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেইসঙ্গে এতদিন হিন্দিভাষী বিজেপি নেতাদের বহিরাগত বললেও এবার মুখ্যমন্ত্রীর এহেন কার্যকলাপ রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে বলেই জানা গেছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রানিগঞ্জের সিহারসোলের প্রশাসনিক জনসভায় যোগ দিয়ে তাঁর বক্তব্যের বড় অংশই হিন্দিতে বলেছেন বলেই জানা গেছে। এরপরেই মুখ্যমন্ত্রী সম্ভবত জেলার হিন্দিভাষী ভোটারদের কথা খেয়াল রেখেই তাঁর বক্তব্যকে এভাবে সাজিয়েছিলেন বলেই জেলার রাজনীতিতে চর্চা শুরু হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

যদিও এটা প্রথম নয়, এর আগে জামুড়িয়ার এক সভায় যোগ দিয়েও মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের অনেকটাই হিন্দিতে বলেছিলেন বলে জানা গেছে। অন্যদিকে, তৃণমূল সূত্রে জানা গেছে, রাজ্যে বিধানসভা ভোটের মুখে হিন্দি ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার ভার পড়েছে দলের রাজ্যসভার সদস্য দীনেশ ত্রিবেদী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ বিবেক গুপ্তর ওপর। সেখানে রাজ্য সরকার হিন্দি বিশ্ববিদ্যালয় তৈরির কথাও জানিয়েছে বলেও জানা গিয়েছিল।

তবে, কোনও রাজনৈতিক দলই এই বিষয়কে গুরুত্ব দিচ্ছে না বলেই জানা গিয়েছিল। সেখানে রানিগঞ্জের সিপিএম বিধায়ক রুনু দত্তের দাবি করেছেন, তাঁদের সঙ্গে সব ভাষার মানুষই রয়েছেন। তাই তাঁরা বিভিন্ন সংস্কৃতিকেই গুরুত্ব দেন বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে, বিজেপির আসানসোল জেলা সহ-সভাপতি প্রমোদ পাঠকের কথায়, হিন্দিভাষীদের তাঁরা আলাদা করে কখনও দেখেনি বলেই জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, তাঁরা বাংলাভাষীদের মতোই সবসময় তাঁদের সঙ্গেই আছেন। অন্যদিকে, তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন বলেন, “সবাই খুঁত ধরতে চান। কিন্তু আদতে মুখ্যমন্ত্রী চিরকালই সবাইকে নিয়ে পথ চলতে চান, তাঁর বক্তব্যে সেটাই ধরা পড়েছে।’’ যদিও জেলার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় ৫২ শতাংশেরও বেশি অবাঙালি ভোটার।

যাদের মধ্যে বেশিরভাগই হিন্দিভাষী। তাই বিশ্লেষকদের মতে, সব রাজনৈতিক দলই কম-বেশি এই ভোট-অঙ্কের কথা খেয়াল রাখছেন। তাই যেখানে অতীতে দেখা যেত, সিপিএম পাড়ায়-পাড়ায় বিহার, ঝাড়খণ্ড থেকে বিভিন্ন সাংস্কৃতিক দল এনে অনুষ্ঠান করাচ্ছে, সেখানে দলের হিন্দিভাষী নেতৃত্বকেও সভা করাতে দেখা যেত। শুধু তাই নয়, সর পাশাপাশি, বিজেপি-রও হিন্দিভাষীদের মধ্যে ‘প্রভাব’ রয়েছে। তাই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফে এই পন্থা নেওয়া হয়েছে বলেও জানান হয়েছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!