এখন পড়ছেন
হোম > অন্যান্য > হিন্দি ওয়েব সিরিজে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে দেখানো হল ‘ক্রিমিনাল’ হিসাবে! চুড়ান্ত বিতর্ক

হিন্দি ওয়েব সিরিজে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে দেখানো হল ‘ক্রিমিনাল’ হিসাবে! চুড়ান্ত বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- দুদিন আগেই পালিত হয়েছে ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস। সদ্য পালিত এই উৎসবের রেশ এখনো মনে রয়ে গেছে। আর এরই মধ্যে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে নিয়ে অবমাননার অভিযোগ উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম জি৫-এর বিরুদ্ধে। আর সেই নিয়েই আপাতত তুলকালাম চলছে গোটা সোশাল মিডিয়াতে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন বলিদান দেওয়ার জন্য দেশের মানুষ তাঁর কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে। মেদিনীপুরে জন্মগ্রহণকারী এই তরুণ বিপ্লবী বংশের একমাত্র পুত্র সন্তান ছিলেন। এর আগে ২টি পুত্র মারা যাওয়ায় এই সন্তানটিকে ক্ষুদিরামের বাবা মা, তার বড় দিদির কাছে ৩ মুঠো ‘খুদ্’ বা অন্নের বিনিময়ে দান করে দেন। সেই থেকে তার নাম হয় ক্ষুদিরাম। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে, বড় দিদির কাছেই তিনি থাকতেন। পরে মজোফফরপুর ষড়যন্ত্র মামলায় তাকে প্রফুল্ল চাকীর সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে জি৫-এ দেখানো ‘ অভয় টু’ এই ওয়েব সিরিজে তাঁকে একটি দৃশ্যে ‘মোস্ট ওয়ান্টেড’ এই তকমা দেওয়া হয়েছে। আর সেই নিয়েই তৈরি হয়েছে জল্পনা। দেশের এমন একজন বিপ্লবীকে কি করে তাঁরা এমন উপাধি দিতে পারেন সেই নিয়ে নিন্দায় ভরে গেছে সোশাল মিডিয়া। সঙ্গে এক নামকরা অভিনেতাও সেই একই বিষয়ে গলা মিলিয়েছেন।

চাপের মুখে টুইট করে নিঃশর্ত ক্ষমা চেয়ে, জি৫ ছবিটিকে ঝাপসা করে দেওয়ার কথা বলেছেন। তবে সেই কথায় ভোলার পাত্র নয় কেউই। বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজ রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। তবে আদালতের দ্বারস্থ হয়ে এর একটা হেস্তনেস্ত করবেন বলেও জানিয়েছেন নেটিজেনরা। তাদের কাছে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করার কোনো অধিকার নেই কারোর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!