এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারে গর্জে উঠছে সনাতনীরা, পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল আইনজীবীর!

হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারে গর্জে উঠছে সনাতনীরা, পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল আইনজীবীর!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলাদেশের ইউনুস সরকার যেভাবে সনাতনীদের কণ্ঠরোধ করবার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে গর্জে উঠছে ওপার বাংলা থেকে শুরু করে এপার বাংলা। আজ সেই চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়। আর সেই সময় প্রবল বিক্ষোভে গর্জে ওঠেন সনাতনীরা। যেখানে পুলিশের পক্ষ থেকেও সেই বিক্ষোভ সরাতে রীতিমত লাঠিচার্জ করা হয় বলে খবর। আর এই পরিস্থিতিতে গোটা সংঘর্ষে প্রাণ হারালেন এক আইনজীবী।

সূত্রের খবর, এদিন চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে নিয়ে আসা হয়। আর সেখানেই বিক্ষোভ শুরু করে দেন হিন্দু সনাতনীরা। যেভাবে সনাতলীদের কণ্ঠরোধ করবার জন্য এই হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে, তার প্রতিবাদ করেন তারা। আর সেই প্রতিবাদ সরাতে পুলিশের পক্ষ থেকেও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। যার ফলে এই সংঘর্ষে মৃত্যু হয় চট্টগ্রাম আদালতের এক আইনজীবীর। যে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!