এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলকে ২০২১ বৈতরণী পার করাতে এবার পিকের ভরসা বিজেপি নেতা আর জয় শ্রী রামে, জোর চাঞ্চল্য !

তৃণমূলকে ২০২১ বৈতরণী পার করাতে এবার পিকের ভরসা বিজেপি নেতা আর জয় শ্রী রামে, জোর চাঞ্চল্য !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত লোকসভা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্যারাকপুরে সভা করতে যাচ্ছিলেন, তখন তার কনভয়ের পাশে কিছু যুবক “জয় শ্রীরাম” স্লোগান দিতে থাকে। যা শুনে উত্তেজিত হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ের। গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে তিনি বলেন, “এই ক্রিমিনাল! সামনে এসে গালাগালি দে। কত সাহস দেখি!” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, জয় শ্রীরাম তো ভগবানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, সেখানে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনৈতিক বক্তব্য এবং গালাগালি হিসেবে ধরছেন?

স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরেই বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার প্রক্রিয়া আরও বৃদ্ধি পেতে শুরু করে। বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাকর্মীদের দেখলেই বিজেপির পক্ষ থেকে দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান। স্বাভাবিক ভাবেই এই জয় শ্রীরাম নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল।

কিন্তু এবার সেই জয় শ্রীরাম শব্দ নিয়ে আপত্তি না থাকার কথা শোনা গেল তৃণমূলের গলায়। জানা গেছে, টিম পিকের পক্ষ থেকে বিজেপি নেতাদের কাছে পৌছে গেছে। কিন্তু এমন অনেক বিজেপি নেতা রয়েছেন, যারা জয় শ্রীরাম ছাড়া আর কিছুই বুঝতে চান না। তবে তাদের কাছে গিয়ে পিকের টিমের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, জয় শ্রীরাম বললে তাদের কোনো আপত্তি নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, “আমায় তো স্পষ্ট বলে দেওয়া হল, আপনি জয় শ্রীরাম হাজার বার বলুন। আমাদের কোনো আপত্তি নেই।” এদিকে পিকের টিমের সেই কথা শুনে সেই বিজেপি নেতারা বলেছেন, দিদি মানবেন তো! আর তা শুনেই প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, না মানার কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই এখন তৃণমূলের পক্ষ থেকে বিজেপির ঘর ভাঙতে জয় শ্রীরাম বলা নিয়ে তাদেরকে নিতে যে তৃণমূলের কোনো আপত্তি নেই, তা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশের মতে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। জয় শ্রীরামের বিরুদ্ধে যদি তৃণমূলের গলায় কোনরূপ মন্তব্য শোনা যায়, তাহলে হিন্দু ভোটে তার প্রভাব পড়তে পারে। তাই এখন বিজেপিতে থাকা যে সমস্ত নেতারা জয়শ্রী রামের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন, তাদেরকেও দলে নিয়ে তারা যদি জয় শ্রীরাম বলেন, তাহলে কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিচ্ছে প্রশান্ত কিশোরের টিম। কিন্তু তাহলে কি জয় শ্রী রামের প্রতি তৃণমূলের এলার্জি কার্যত কমে আসতে শুরু করল?

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “ভালো মানুষদের তৃণমূলে স্বাগত। ধর্ম পালন নিয়ে কখনও কোনো অসুবিধে ছিল না। ধর্ম নিয়ে রাজনীতি, হানাহানি আমরা এসবের বিরুদ্ধে।” স্বভাবতই এবার বিজেপির ঘর ভাঙতে প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে জয়শ্রী রামে কার্যত কোনো এলার্জি নেই বলে যে মন্তব্য করা হচ্ছে, তাকে কেন্দ্র করে নতুন করে আলোড়ন সৃষ্টি হতে চলেছে বঙ্গ রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!