এখন পড়ছেন
হোম > জাতীয় > হিন্দুত্বের তাস খেলেই গো-বলয়ে সাফল্য, হিন্দু-ভোট কাছে টানতে বড়সড় নির্দেশ দিলেন রাহুল গান্ধী

হিন্দুত্বের তাস খেলেই গো-বলয়ে সাফল্য, হিন্দু-ভোট কাছে টানতে বড়সড় নির্দেশ দিলেন রাহুল গান্ধী

আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের “হিন্দু বিরোধী” দলের তকমা ঝেড়ে ফেলার জন্য এবার দলের নেতাকর্মীদের নির্দেশ দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। বিশেষত লোকসভা নির্বাচনের আগে যখন দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে সরব হচ্ছে কংগ্রেস, ঠিক তখনই কংগ্রেসকে হিন্দু বিরোধী দল বলে প্রচার করছে গেরুয়া শিবির।

আর তাই এহেন একটা পরিস্থিতিতে এবার লোকসভা নির্বাচনের আগে দলের হিন্দু বিরোধী ভাবমূর্তি যেন সামনে না আসে সেই ব্যাপারে কিছুটা সতর্ক হাত শিবিরের নেতারা। সূত্রের খবর, ইতিমধ্যেই দলীয় মুখপাত্রদের স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে যে, টেলিভিশন চ্যানেল বা কোনো সাক্ষাৎকারে কোনরকম হিন্দু বিরোধী মন্তব্য করা যাবে না।

এমনকি এমন কোনো বিষয়ে কথা বলা যাবে না যাতে হিন্দুদের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। পাশাপাশি রাম মন্দির, সবরীমালা এবং নাগরিকত্ব সংশোধনী ইস্যু নিয়েও আপাতত তেমন ভাবে মুখ খুলতে চাইছে না কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই তিনটি বিষয়ই এখন আদালতে বিচারাধীন রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে সে দিক থেকেই এরকম বিতর্কিত ইস্যুতে মুখ খুলে নির্বাচনের আগে নিজেদের বিড়ম্বনা আর বাড়াতে চাইছে না রাহুল গান্ধী। পাশাপাশি নরম হিন্দুত্বের জন্য সম্প্রতি একাধিক রাজ্যে কংগ্রেস সাফল্য পেয়েছে বলেও মনে করছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। তাই সেই দিক থেকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে হিন্দু বিরোধী কোনো রকম মন্তব্য থেকে দলকে বিরত রাখতে চাইছেন রাহুল গান্ধী।

এদিন এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, “রাম মন্দির সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়। তাই এই নিয়ে মন্তব্য করে এখন বিতর্ক বাড়াতে চাই না। সবরীমালাও একই ব্যাপার। আর তাছাড়া ওই বিষয়গুলি সঙ্গে হিন্দুদের আবেগ জড়িত রয়েছে। তাই এই ব্যাপারে মন্তব্য করতে আগেই বারণ করে দেওয়া হয়েছে।”

সব মিলিয়ে এবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে হিন্দু ভোট কাছে টানতে হিন্দু বিরোধী মন্তব্য থেকে দলকে দূরে সরে থাকার পরামর্শ দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। তবে রাহুলের এই টনিক হাত শিবিরকে আসন্ন লোকসভা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!