এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হিন্দু ভোটব্যাংককে নজরে রেখে লড়াইয়ের ময়দানে সবকটি রাজনৈতিক দল, নজরে একুশের নির্বাচনী লড়াই

হিন্দু ভোটব্যাংককে নজরে রেখে লড়াইয়ের ময়দানে সবকটি রাজনৈতিক দল, নজরে একুশের নির্বাচনী লড়াই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে চলছে 8 দফা বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে মুখ্য প্রতিপক্ষ হয়ে লড়াইয়ে নেমেছে তৃণমূল এবং বিজেপি। পাশাপাশি লড়াইয়ে টিকে থাকতে জোট বেঁধেছে কংগ্রেস, বাম এবং আব্বাস সিদ্দিকীর আইএসএল। খুব স্বাভাবিকভাবেই 2021 এর বিধানসভা নির্বাচন এই মুহূর্তে সবথেকে আলোচ্য বিষয়। ভোটারদের কাছে টানতে প্রত্যেক নেতা-নেত্রী বিভিন্ন ঘোষণা করে চলেছেন। তবে এবারের নির্বাচনের মূল হাতিয়ার করেছে প্রত্যেকটি দল রাজ্যের হিন্দু ভোটব্যাঙ্ককে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 বরাবরই তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, তাঁরা তোষণের রাজনীতি করে। 2019 এর বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল গেরুয়া শিবির। তারপরে তাঁদের লক্ষ্য বিধানসভা নির্বাচনে জয়লাভ। যদিও তাঁদের লক্ষ্যকে বানচাল করতে ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক অংক কষে চলেছেন। তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, গত লোকসভা নির্বাচনে বামেদের ভোট পুরোপুরি গিয়েছে গেরুয়া শিবিরের দিকে। 

বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সেই ভোট এবার বাম কংগ্রেসের দিকে যাতে ঘুরে যায় তার জন্য একনিষ্ঠভাবে চেষ্টা করে যাচ্ছেন তৃণমূল নেত্রী। এবং যদি তা সফল হয়, তাহলে কিন্তু চাপ বাড়বে গেরুয়া শিবিরের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে হিন্দুদের কাছে টানতে ইতিমধ্যেই তৃণমূল নেত্রী ব্রাহ্মণ পুরোহিতদের জন্য মাসিক হাজার টাকা ভাতা থেকে শুরু করে 8 হাজার ব্রাহ্মণ পরিবারের জন্য বাসস্থানের ঘোষণা করেছেন।

এর আগে বিজেপি অভিযোগ করেছিল নেত্রীর বিরুদ্ধে মুসলমান তোষণের। আর বিজেপির সেই অভিযোগকেই খণ্ডন করা মমতার এবারের লক্ষ্য। নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রীকে দেখা গিয়েছে, বিভিন্ন জনসভায় গিয়ে চণ্ডীপাঠ থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক মন্ত্র উচ্চারণ করছেন। মূলত তাঁর হিন্দু ভোটকে  কাছে পাওয়ার লক্ষ্যে যে এই প্রত্যেকটি কাজ, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। পাশাপাশি মুসলমান ভোটারদেরও পাশে রাখতে তৃণমূল নেত্রী বারবার দিয়ে যাচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। আদিবাসী, তপশিলি জাতি এবং উপজাতিদের মন পেতেও তৃণমূল নেত্রী একের পর এক ঘোষণা করে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ষোলোর বিধানসভা নির্বাচনে বিজেপি যেখানে পেয়েছিল মাত্র 10.2 শতাংশ ভোট, লোকসভা ভোটে সেই হার বেড়ে গিয়ে দাঁড়ায় 40.3 শতাংশে। আর এই শতাংশের ফারাক মেটাতে উঠে পড়ে লেগেছেন তৃণমূল নেত্রী। আর তাই মনে করা হচ্ছে, নবান্নে যাওয়ার লড়াইয়ে ফোকাসে রয়েছে 70 শতাংশ হিন্দু ভোট। পশ্চিমবঙ্গের 294 টি আসনের মধ্যে 90 টি তেই রয়েছে সংখ্যালঘু ভোটাররা। বিজেপির আশা, এই আসনগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিপদ তৈরি করবে সংযুক্ত মোর্চা। ভোট কাটাকাটি হলে সংঘবদ্ধ হিন্দুদের ওপর পুরোপুরি নির্ভর করে বাকি আসনে ভালো ফল করবে বলে আশা বিজেপির।

একইসাথে ভোট কাটাকাটি নিয়ে ইতিমধ্যেই চিন্তিত হয়ে উঠেছে ঘাসফুল শিবির। আবার অনেকেই মনে করছেন প্রার্থী তালিকা প্রকাশের পর গেরুয়া শিবিরের অন্দরে যেরকম ক্ষোভের প্রকাশ হয়েছে বা আদি নব্যর লড়াই যেভাবে সামনে এসেছে তাতে গেরুয়া শিবিরের ভোটেও যথেষ্ট কাটাকাটির খেলা চলবে। অতএব কি হতে চলেছে তা নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে আপাতত সব দলই। এখন নজর সবার দ্বিতীয় দফার নির্বাচনী লড়াইয়ের দিকে এবং বাংলা সহ দেশের নজর নন্দীগ্রামের উপর। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, নন্দীগ্রাম থেকেই নবান্নের লড়াই স্পষ্ট হয়ে উঠবে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!