হিন্দু ভোটারদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু মমতা প্রশাসনের? পর্দাফাঁস করলেন শুভেন্দু! বিজেপি রাজনীতি রাজ্য March 25, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যে শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দুরা যেখানেই আক্রান্ত হচ্ছেন, সেখানে ছুটে যাচ্ছেন, তাতে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে কার্যত হিন্দু ভোট এক ছাতার তলায় আসতে চলেছে। অন্তত তেমনটাই মনে করছেন বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুরা একত্রিত হয়ে যাওয়ায় কি ভয় পাচ্ছে এই রাজ্যের সরকার? এই প্রশ্ন যখন উঠছে, ঠিক তখনই বাগদার বিডিওর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “কিভাবে হিন্দু লোকেদের ডিস্টার্ব করা হচ্ছে, তার একটা উদাহরণ, হিন্দু ভোটারদের ডেকে নোটিশ করে বলছেন, আপনি বাংলাদেশী নন, তা প্রমাণ করুন। এক্ষেত্রে আইন খুব পরিষ্কার। যিনি আপত্তি জানাবেন, তাকেই প্রমাণ করতে হবে যে, ইনি ভারতের নাগরিক নন। বিডিও বাগদাকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এদের ডাকা বন্ধ করবেন। এটা প্রমাণ করার দায়িত্ব, যিনি অভিযোগকারী তার। এটা আমরা দিল্লিতে জানিয়েছি।” আপনার মতামত জানান -