এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “হিন্দুদের সাথে সবকিছু করা যায়” হঠাৎ কেন এমন বললেন সুকান্ত!

“হিন্দুদের সাথে সবকিছু করা যায়” হঠাৎ কেন এমন বললেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি নুপুর শর্মার একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হতে শুরু করে। আর তারপরেই তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে পশ্চিমবঙ্গের প্রশাসন। একাধিক ধারায় মামলা লাগু করা হয়। কিন্তু এখনও পর্যন্ত মা কালিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

আর এই পরিস্থিতিতে রীতিমতো গর্জে উঠেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হিন্দু ধর্মের প্রধান দেবীকে অপমান করা সত্ত্বেও তারা সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে। কিন্তু তারপরেও রাজ্য সরকার সাংসদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আর এই পরিস্থিতিতে হিন্দুদের সাথে সবকিছু করা যায় বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ব্যবস্থা কি করে নেবে? তৃণমূল তোষণের রাজনীতি করে। কোনো ধর্ম সম্পর্কে আঘাত করা কোনো মন্তব্যকে আমরা সমর্থন করি না।” কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী সেই নীতিতে বিশ্বাস করে না। তারা জানেন, হিন্দুরা অত্যন্ত সহনশীল। তারা ট্রাম, বাস পোড়াবে না। তাই হিন্দুদের সাথে সবকিছু করা যায়।” অর্থাৎ সুকান্ত মজুমদার এই বক্তব্যের মধ্যে দিয়ে হিন্দু ধর্ম অত্যন্ত সহনশীল বলে দাবি করলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!