হিন্দুরা সবাই এক,চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে এবার মন্দিরে মন্দিরে গীতা পাঠ! Uncategorized December 10, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যেভাবে বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করে রাখা হয়েছে, তার প্রতিবাদ শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই। এপার বাংলা তো বটেই, ভারতবর্ষের পাশাপাশি বিশ্বতেও বিভিন্ন প্রতিবাদ সংগঠিত হতে দেখা যাচ্ছে। আর এবার বাংলাদেশের হিন্দু সন্ন্যাসীকে মুক্তির দাবিতে যে আহ্বান জানানো হলো, তাতে আগামীকাল গোটা বিশ্বজুড়ে মন্দিরে মন্দিরে এক অভিনব চিত্র দেখতে পাওয়া যাবে। সূত্রের খবর, এদিন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে একটি বড় আবেদন জানানো হয়। যেখানে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তির দাবিতে আগামীকাল গোটা বিশ্বজুড়ে বিভিন্ন মন্দির এবং মন্দিরে গীতা পাঠ করার কথা বলা হয়েছে। অর্থাৎ হিন্দু সনাতনীরা যে এক এবং যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, তার প্রতিবাদেই যে একের পর এক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তা স্পষ্ট। আর হিন্দুদের এই জোর বাংলাদেশের অত্যাচারিত সংখ্যালঘুদের মনের শক্তিকে অনেকটাই বাড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -