এখন পড়ছেন
হোম > জাতীয় > হিন্দুত্বের ধ্বজা ধরে আঙ্গুল কেটে নেওয়ার হুমকি বিজেপি রাজ্য সভাপতির! উত্তাল গোটা দেশ!

হিন্দুত্বের ধ্বজা ধরে আঙ্গুল কেটে নেওয়ার হুমকি বিজেপি রাজ্য সভাপতির! উত্তাল গোটা দেশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের ক্ষমতাসীন শাসকজোট হলো টিআরএস ও এআইএমআইএম জোট। এই জোট সরকার প্রবল হিন্দুবিরোধী বলে দীর্ঘকালের অভিযোগ তেলেঙ্গানা রাজ্যের বিজেপি শিবিরের পক্ষ থেকে। তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের ওল্ড সিটি এলাকায় বিরোধী দল বিজেপির নেতা-কর্মী ও সেইসঙ্গে স্থানীয় হিন্দু অধিবাসীরা দীর্ঘকাল ধরে অত্যাচারিত হয়ে আসছে, এমনই অভিযোগ রাজ্য বিজেপির নেতৃত্বের। এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ, বিক্ষোভ, জানিয়েও এই অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি বলে রাজ্য বিজেপির দাবি। এই পরিস্থিতিতে রাজ্যের শাসকজোটের প্রতি চূড়ান্ত আক্রমণ শানালেন তেলেঙ্গানা রাজ্য বিজেপি সভাপতি বান্ডি সঞ্জয় কুমার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত সোমবার তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের আরওয়ালে বিজেপির একটি বিশেষ দলীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তেলেঙ্গানার রাজ্য বিজেপি সভাপতি বান্ডি সঞ্জয় কুমার তেলেঙ্গানা টিআরএস ও এআইএমআইএম জোট সরকারের তীব্র বিরোধিতা করলেন। শাসকজোটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি বললেন যে, মূলত শাসকজোটের প্রচ্ছন্ন প্রশ্রয়ের ফলেই হায়দ্রাবাদ ওল্ড সিটি এলাকায় বিজেপি কর্মী সমর্থক ও সেই সঙ্গে স্থানীয় হিন্দু অধিবাসীদের উপর ব্যাপক অত্যাচার চালাচ্ছে দুষ্কৃতীরা। এ প্রসঙ্গে শাসকজোটকে রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে তাঁকে বলতে শোনা গেল, ” হায়দরাবাদের ওল্ড সিটি এলাকায় বিজেপি সমর্থক ও হিন্দুদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিজেপি তাদের রক্ষা করবে। যদি কেউ তাঁদের দিকে আঙুল তোলে তাহলে আমরা তাদের হাত কেটে নেব। ”

শাসকদলকে আঙ্গুল কেটে নেওয়ার ক্ষুরধার হুমকি দিয়েও তিনি ক্ষান্ত হননি। শাসক জোটের উদ্দেশ্যে তিনি আরও জানান যে, আগামী ১৭ ই সেপ্টেম্বর তেলেঙ্গানা লিবারেশন ডে পালনের জন্য তিনি তেলেঙ্গানার রাজ্যপাল ডা. তামিলিসাই সুন্দারাজনের কাছে যেতে চলেছেন। শাসক জোটের প্রতি তিনি অভিযোগ করেন, বিশেষ ধর্মীয় কারণে আগামী ১৭ ই সেপ্টেম্বর তেলেঙ্গানা লিবারেশন ডের দিনটি পালনের জন্য উদ্যোগী হচ্ছে না রাজ্যর শাসক জোট। তাই এ বিষয়ে তিনি রাজ্যপালের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!