এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হিংসার ঘটনা নিয়ে কমিশনের রিপোর্টে অন্ধকারে রাজ্য, আদালতের নির্দেশে জটিলতা!

হিংসার ঘটনা নিয়ে কমিশনের রিপোর্টে অন্ধকারে রাজ্য, আদালতের নির্দেশে জটিলতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যে হিংসার ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি রাজ্য সরকারকে চাপে ফেলে দিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রিপোর্ট তৈরি করে তা তুলে দেওয়া হয়েছে হাইকোর্টে। যেখানে সেই রিপোর্টে হিংসার কথা যেমন উল্লেখ করা হয়েছে, ঠিক তেমনই তৃণমূলের একাধিক নেতাকে সেখানে দায়ী করা হয়েছে। পাশাপাশি খুন, হামলার কথা উল্লেখ করার সাথে সাথে ধর্ষণের কথাও সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

তবে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টের পরিশিষ্ট অংশে কোনোভাবেই রাজ্য সরকারকে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরেই নতুন করে সংশয় এবং জটিলতা মাথাচাড়া দিতে শুরু করেছে। রাজ্য সরকারকে যদি মানবাধিকার কমিশনের সম্পূর্ণ রিপোর্ট দেওয়া না হয়, তাহলে রাজ্য কিভাবে তাদের উত্তর দেবে, এখন এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই হাইকোর্টের পক্ষ থেকে কেন এই ধরনের নির্দেশ দেওয়া হল, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার আদালতে মানবাধিকার কমিশনের সম্পূর্ণ রিপোর্ট যাতে দেওয়া হয়, তার জন্য আবেদন করেন রাজ্যের দুই আইনজীবী। কিন্তু সেখানেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, মানবাধিকার কমিশনে জমা দেওয়া রিপোর্টের পরিশিষ্ট অংশটি কোনোভাবেই রাজ্যকে দেওয়া যাবে না। এক্ষেত্রে কেন পরিশিষ্ট অংশ দেওয়া হবে না, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। আর তারপরেই আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পরিশিষ্টে ধর্ষণের ব্যাপারে যারা অভিযোগ করেছেন, তাদের সবিস্তার তথ্য রয়েছে। তাই সেই তথ্য জনসমক্ষে আনতে চাইছে না তারা। আর সেই কারণেই তা রাজ এর হাতে তুলে দেওয়া হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই রাজ্যের পক্ষ থেকে তোলা হয়েছে প্রশ্ন। এমনিতেই মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসার পর তা প্রতিহিংসাপরায়ণ বলে দাবি করতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে আদালতের পক্ষ থেকে সেই কমিশনের রিপোর্টের পরিশিষ্ট অংশ দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়ার কারণে সেই রিপোর্ট নিয়ে যে রাজ্যের মধ্যে আরও বেশি করে প্রশ্ন উঠতে শুরু করবে, তা বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই এই ব্যাপারে মানবাধিকার কমিশনের রিপোর্টের সম্পূর্ণ বিষয় না পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে একাংশ। যদিও বা পরিশিষ্ট অংশ যে জবাব দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কথা তুলে ধরেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এদিন তিনি বলেন, “ঘটনা বিশদ ভাবে জানার জন্য ওই পরিশিষ্ট প্রয়োজন। রাজ্য তাদের নম্বর কেন প্রকাশ করবে?” পাশাপাশি তদন্তের ক্ষেত্রে রাজ্যের কোনো অফিসার কে বিশ্বাস করা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল।

যদিও বা সমস্ত রকম গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে আদালতেই পরিশিষ্ট অংশ রাজ্যকে জানাতে সম্মতি দেননি বলে পাল্টা যুক্তি দিতে দেখা গিয়েছে মামলাকারীদের আইনজীবীকে। স্বভাবতই এমনিতেই মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে রাজ্য রাজনীতিতে শাসক বনাম বিরোধীদের তরজা ভয়াবহ ধারণ করেছে। আর তার মধ্যে রাজ্যকে জবাব দিতে বললেও, যেভাবে সেই মানবাধিকার কমিশনের রিপোর্টের পরিশিষ্ট না দেওয়ার কথা জানিয়ে দিল আদালত, তাতে নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!