এখন পড়ছেন
হোম > রাজনীতি > হিংসা আটকানোই প্রধান চ্যালেঞ্জ! পৌরভোট নিয়ে চিন্তায় কমিশন!

হিংসা আটকানোই প্রধান চ্যালেঞ্জ! পৌরভোট নিয়ে চিন্তায় কমিশন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের যে কোনো ছোটখাটো নির্বাচনেই হিংসার অভিযোগ তোলে বিরোধী রাজনৈতিক দলগুলো। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর সেই একই অভিযোগ তুলতে দেখা গেছে বিরোধী দল বিজেপিকে। এমনকি নির্বাচনের দিনেও বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে। যাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ বিধানসভা নির্বাচন নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

আর এই পরিস্থিতিতে উৎসবের মরসুম শেষ হওয়ার পরেই আগামী 19 ডিসেম্বর রাজ্যের দুই বড় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিজেপির আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন না হলে সেখানে ব্যাপক অশান্তি তৈরি হতে পারে। লুট হতে পারে গনতন্ত্র। আর এই পরিস্থিতিতে বিরোধীরা যাতে এই ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে না পারে, তার জন্য এখন হিংসা আটকানোই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে কলকাতা এবং হাওড়া পৌরসভার নির্বাচন করানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নির্বাচন কমিশন রাজ্য সরকারকে সেই প্রস্তাব দিয়েছে। যার ফলে মনে করা হচ্ছে, উৎসবের মরসুমে শেষ হয়ে গেলেই কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তবে এই নির্বাচন নিয়ে প্রথম থেকেই আশঙ্কা তৈরি হয়েছে বিরোধীদের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই নির্বাচনের সময় হিংসা নিয়ে বিরোধীদের পক্ষ থেকে যাতে কোনো অভিযোগ তোলার মতো সুযোগ না থাকে, তার জন্য আগেভাগেই সেই দিকে মনোযোগী হতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। এক্ষেত্রে সঠিক নিরাপত্তা ব্যবস্থা প্রধান থেকে শুরু করে বিভিন্ন দিক দেখভাল করে নিতে চাইছে কমিশনের কার্যকর্তারা। তবে বিরোধীদের দাবি অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন হবে, নাকি রাজ্য পুলিশ দিয়েই হবে পৌরসভা নির্বাচন, তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!