এখন পড়ছেন
হোম > জাতীয় > হিংসা চরমে, দিল্লিতে দূত পাঠালেন মমতা! চাপে বিজেপি!

হিংসা চরমে, দিল্লিতে দূত পাঠালেন মমতা! চাপে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি দিল্লির জাহাঙ্গীরপুরে ব্যাপক হিংসার ঘটনা ঘটে। যাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। আর তারপরেই পদক্ষেপ গ্রহণ করে পাঁচ প্রতিনিধি দলকে দিল্লি যাওয়ার নির্দেশ দেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, রামপুরহাট থেকে শুরু করে হাঁসখালির ঘটনায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি টিম পাঠিয়েছিল। আর তার পাল্টা দিল্লির ঘটনাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন তৃণমূলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল দিল্লির জাহাঙ্গীরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। যেখানে ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অপরুপা পোদ্দার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। মূলত, জাহাঙ্গীরপুরে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবে তৃণমূলের এই প্রতিনিধি দল। বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি এই প্রতিনিধি দল পাঠিয়ে বিজেপির চাপ বাড়িয়ে দিতে চাইলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!