এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নির্বাচন নিয়ে ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের, ‘বিশাল জয়’ বিরোধীদের

পঞ্চায়েত নির্বাচন নিয়ে ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের, ‘বিশাল জয়’ বিরোধীদের

পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের আটকাতে সন্ত্রাস করতে পারে শাসকদল আর তাই চাই অনলাইনে মনোনয়ন দাবি করেছিল বিরোধীরা। আর বাস্তবে মনোনয়ন পর্ব শুরু হতেই রাজ্যজুড়ে নজিরবিহীন সন্ত্রাসের অভিযোগ আনতে থাকে বিরোধীরা এবং বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তীর শাসকদলের দিকে। ফলে মামলা জটে স্থগিত হয়ে যায় পঞ্চায়েত নির্বাচন। পরবর্তীকালে আদালতের রায়ের পরে নতুন করে অতিরিক্ত মনোনয়নের দিন জানিয়ে আবার শুরু হয় পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া। কিন্তু এই অতিরিক্ত মনোনয়নের দিনেও রাজ্যজুড়ে হানাহানির খবর আসতে থাকে, বলি হয় একাধিক প্রাণ। বিরোধীদের মারধর ও মনোনয়ন কেড়ে ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এইসবের পরিপ্রেক্ষিতে আবার আদালতের মুখাপেক্ষী হয় বিরোধীরা। সেই মামলার শুনানিতে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। ভাঙড়ে গতকাল জামিরক্ষা কমিটির প্রার্থীরা আদালতের নির্দেশে মনোনয়ন জমা দিতে গেলে তা ছিঁড়ে পুড়িয়ে দেয় শাসকদলের কর্মীরা বলে অভিযোগ, ওই প্রার্থীদের হেনস্থার অভিযোগও ওঠে। ফলে মরিয়া হয়ে ওই সকল প্রার্থীরা হোয়াটসঅ্যাপে নিজেদের মনোনয়ন বিডিওকে পাঠিয়ে দেন। আজ কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে হোয়াটসঅ্যাপে পাঠানো ওই সকল মনোনয়ন গ্রহণ করতে হবে, এমনকী এই নির্দেশ যদি না মানা হয় তাহলে ভোট প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হবে বলে কমিশনকে জানিয়ে দিয়েছে আদালত। শুধু তাই নয়, আগামীদিনে অনলাইনে মনোনয়ন গ্রহণের দিকটিও কমিশনকে বিবেচনা করে দেখতে বলেছে আদালত। আদালতের এই ঐতিহাসিক রায়ে স্বভাবতই খুশির হাওয়া বিরোধী শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!