এখন পড়ছেন
হোম > অন্যান্য > ইতিহাসের আতস কাঁচে দেখে নিন কোথায় কবে কী ঘটেছিল আজকের দিনে

ইতিহাসের আতস কাঁচে দেখে নিন কোথায় কবে কী ঘটেছিল আজকের দিনে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ ১৬ই জুলাই। এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ৬২২ খৃষ্টাব্দে এই দিনটিতে ইসলামিক ক্যালেন্ডারের সূত্রপাত হয়।

২. ১৬৬১ সালে এই দিনে সুইডেনের স্টকহোম ব্যাঙ্ক ইউরোপে প্রথম ব্যাঙ্ক নোট-এর প্রচলন করেন।

৩. ১৯১৫ সালে এই দিনে আমেরিকার লেখক হেনরি জেমস ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন।

৪. ১৪৮৬ খৃষ্টাব্দে এই দিনে বিখ্যাত ইটালির চিত্রশিল্পী আন্দ্রিয়া দেল সার্তো জন্মগ্রহণ করেন।

৫. ১৩৭৭ সালে আজকের দিনে দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজা হন।

৬. ১৭৯০ সালে এই দিনটিতে ওয়াশিংটন ডিসি-কে আমেরিকার রাজধানী বলে ঘোষণা করা হয়।

৭. ২০১১ সালে আজকের দিনে আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা তিব্বতের ধর্মগুরু দালাই লামার সাথে সাক্ষাৎ করেন।

৮. ১৯৫০ সালে আজকের দিনেই উরুগুয়ে ব্রাজিলকে হারিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবল জয়ী হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৯. ১৭৮২ সালে এই দিনে মোৎসার্ট ভিয়েনাতে প্রথম অপেরা শো করেন।

১০. ১৯৪৫ সালে এই দিনেই আমেরিকা ম্যানহাটানে প্রথম বার পরমাণু বোমা পরীক্ষা করে।

১১. ১৯৯৫ সালে এই দিনে আমাজন ডট কম ব্যাবসায় পদার্পণ করে।

১২. ১৯৬৯ সালে আজকের দিনেই নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন।

১৩. ১৯৪৬ সালে এই দিনেই কুখ্যাত কলকাতার দাঙ্গা শুরু হয়।

১৪. ১৯৪০ সালে এই দিনে হিটলার বৃটেন আক্রমণের সিদ্ধান্ত ঘোষণা করেন।

১৫. ১৯৫১ সালে এই দিনে জে.ডি. সালিঙ্গারের বিখ্যাত উপন্যাস, ” দ্যা ক্যাচার ইন রাই” প্রকাশিত হয়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!